মোশারফ হোসেন মুন্না।
আমি ভ্রমে লাফাই,
করি বড়াই
খ্যাতি জায়গা বাড়ি
অহংবোধে বিচ্ছেদ করি
আপন রক্ত নাড়ি
কি হবে রে এসব করে ?
হারজিতের এই মিছে ঘরে
ঠিকানা না তো একটাই তোমার এই কবরের পাশে।
আমরা সবাই সত্যিই পৃথিবীর মায়ায় পরে পরকালকে ভুলে যাচ্ছি। অর্থের লোভে পরে আপন রক্তকে অস্বিকার করি। প্রকৃত পক্ষে এই মিছে পৃথিবীর মায়া আর অর্থের মায়াময় ছায়া কি পরকালে আমাদের কোন কাজে আসবে ?
না কোন কাজে আসবে না। মৃত্যুর পর থেকে আমার কর্মফলই হবে আমার আপন বাকি সবাই পর। কিছুই রবে না আমার যত অহংকার, দেমাগ, বড়াই, যশ, খ্যাতি আর প্রতিপত্তি। সব ছেড়ে চলে যেতে হবে একা যেদিন কবর হবে আপন ঠিকানা। এমন কিছু কথার ভাব বস্তুর বিষয় নিয়ে উপরের গানটি লেখা। গানটি সুর করেছেন আমাদের সঙ্গীতের মহাপ্রাণ আহমেদ ইমতিয়াজ বুলবুল এর যোগ্য সন্তান সামির ইমতিয়াজ বুলবুল। গানটি প্রসঙ্গে সামির ইমতিয়াজ বুলবুল বলেন, শৈশব থেকেই গানের সঙ্গে থাকার ইচ্ছে পোষণ করি। বাবার সঙ্গে বিভিন্ন সময় ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করেছি। গিটার, কি-বোর্ড, ড্রাম, বেজ- এসব যন্ত্রে আমার বেশ দখল আছে। গাইতেও পারি। এখন সবার দোয়া-ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আসলে কথায় আছে বীজ গুণে ফসল। যার বাবা দেশ বিখ্যাত তার সন্তানতো সিপায়িকা ঘোড়া হতেই হবে। তার বাবা জনপ্রিয় গানের গীতিকবি ও সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। যাকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ২২শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন সঙ্গীতের মায়া ছেড়ে। তার উত্তরাধীকারী হয়ে বাবার গান নিয়ে নতুন করে এলেন আমাদের মাঝে। প্রথমবারের মতো ‘এই কবরের দেশে’ শিরোনামে একটি গানের সুর করেছেন সামির। গাজী তানভীর আহমেদের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন রোজেন রহমান। সামিরের সুরে গানটি কণ্ঠে তুলেছেন ক্লোজআপ তারকা রাজীব। অচিরেই গানটি প্রকাশ পাবে স্টুডিও ভার্সন ভিডিওতে। কোথাও যাবেন না সঙ্গীতাঙ্গনের সাথে থাকুন আর জেনে নিন কবে কখন রিলিজ হচ্ছে গানটি। তবে হ্যাঁ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শুভেচ্ছা ও অভিনন্দন।