– মোশারফ হোসেন মুন্না।
জেমস মানে মাঠ গরম করা একজন শিল্পী। যার গান শোনার জন্য অতিথি পাখীর মতো ঝাঁকে ঝাঁকে উড়ে আসে তার ভক্তরা। লোকে লোকারণ্য হয়ে যায় তার কনসার্ট প্রান্তর।
দেশের মাটিতে নিয়মিতই একের পর এক কনসার্টে অংশ নেন নগর বাউল জেমস। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিশাল ভক্তকূল আছে তার। সেই ভক্তদের টানেই এবার ১০ দিনের সফরে কানাডা যাচ্ছেন জেমস। সেখানে
দুটি কনসার্টে গান গাইবেন গুরু। রোবরার দুপুরে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, আগামী ২১ জুলাই কানাডার টরেন্টো প্যাভিলিয়নে ও ২৭ জুলাই ম্যানিটোবাতে গান গাইবেন জেমস। দুটি কনসার্টে অংশ নিতে আজ ১৭ জুলাই রাতের ফ্লাইটে কানাডার উদ্দেশ্য গানের দল নিয়ে ঢাকা ছাড়বেন তিনি। টরেন্টোর কনসার্টির আয়োজন করছেন প্রবাসী লোটাস কমল, হালিম শাহ, ম্যাক আজাদ, শাহীন খান। অনেক দিন পরেই কানাডা সফরে যাচ্ছেন জেমস ভাই। এর আগে ২০১৩ সালে কানাডায় কয়েকটি কনসার্টে অংশ নিয়েছিলেন। তবে টরেন্টোর কনসার্টটির একটা আলাদা ব্যাপার আছে। এখানে প্রায় একযুগ পরে গান গাইবেন তিনি। আগে ২০০৮ সালে
টরেন্টো মাতিয়েছিলেন, আগের মতই এবারও ভক্তদের পছন্দের গানগুলো গেয়ে শোনাবেন তিনি। চলতি বছরের শুরু থেকে জেমস ও তার দল মূলত দেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। এরমধ্যে গত ১মে প্রথমবারের
মতো গান শোনাতে গিয়েছিলেন মালয়েশিয়ায়। গত মাসেই সুইডেনের স্টকহোমে ও ডেনমার্কের কোপেনহেগেনে গান গেয়ে ফিরেছেন। জানা গেলো, সামনে দেশের বাইরে আরও বেশ কিছু শো’র আমন্ত্রণ রয়েছে জেমসের। সব মিলিয়ে ব্যাস্ত সময় পার করছেন জেমস।