asd
Friday, November 22, 2024

বিশ্বের শীর্ষ ১০ ধনী সঙ্গীতশিল্পী ২০১৯…

– রোদেলা জয়ী।

প্রতি বছর ধনী সঙ্গীতশিল্পীদের তারকাদের পরিবর্তন হয়। কে আপনার প্রিয় ধনী তারকা সঙ্গীতশিল্পী ? কোন্ কোন্ শিল্পী মিলিয়ন মিলিয়ন (কোটি কোটি টাকা) ডলার রোজগার করছে ? নিশ্চয়ই আপনার জানার ইচ্ছা প্রবল, আসুন আমরা খোঁজার চেষ্টা করি ২০১৯-এ কোন্ কোন্ শিল্পী তালিকার শীর্ষে আছে। বিশ্বে কত ব্যান্ড এবং গায়ক/গায়িকা এটা কল্পনা করা কঠিন। বিশ্বব্যাপী খ্যাতি এবং স্বীকৃতি অর্জনের জন্য তাদের পারফরমেন্স এবং এ্যালবাম বিক্রির উপর নির্ভর করে তাদের ধনী তারকা সঙ্গীতশিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়া। এই ধনী তারকা সঙ্গীতশিল্পীদের নিয়ে বিভিন্ন ধরনের তালিকা আকারে পত্রিকায় প্রকাশ করে। কেউ প্রকাশ করে সেরা শীর্ষ ১০ তারকা সঙ্গীতশিল্পী, কেউবা ২০/২৫/৩০/৪০/৫০/১০০ আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেরা ১০ ধনী তারকা সঙ্গীতশিল্পী শেষ জুন ২০১৯ এর একটি তালিকা। সাথে এও তুলে ধরবো গত বছরের কোন্ ১০জন সেরা ধনী তারকা সঙ্গীতশিল্পী এবছরের তালিকায় পিছিয়েছেন।

জুন ২০১৯ এর একটি তালিকা –
১০। ম্যাডোনা – সম্পদের মালিক – ৫৯০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় পাঁচ হাজার কোটি।
০৯। জুলিও ইগলেসিস – সম্পদের মালিক – ৬৫০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় পাঁচ হাজার পাঁচ শো কোটি।
০৮। বোনো – সম্পদের মালিক – ৭০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় ছয় হাজার কোটি।
০৭। ডক্টর ড্রে – সম্পদের মালিক – ৮০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় ছয় হাজার আটশো কোটি।
০৬। সেলিন ডিওন – সম্পদের মালিক – ৮০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় ছয় হাজার আটশো কোটি।
০৫। সিন ‘পাফি’ কম্বস – সম্পদের মালিক – ৮২০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় ছয় হাজার নয়শো ত্রিশ কোটি।
০৪। হার্ব এল্পার্ট – সম্পদের মালিক – ৮৮০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় সাত হাজার পাঁচশো কোটি।
০৩। জেয় জেড – সম্পদের মালিক – ১ বিলিয়ন ডলার, টাকায় – প্রায় আট হাজার পাঁচশো কোটি।
০২। পল মেকার্টনি – সম্পদের মালিক – ১.২ বিলিয়ন ডলার, টাকায় – প্রায় দশ হাজার একশো চল্লিশ কোটি।
০১। এন্ড্রিউ লয়েড ওয়েবার – সম্পদের মালিক – ১.২৮ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় দশ হাজার দুইশো কোটি।

যে সব সঙ্গীতশিল্পীরা পিছিয়ে আছেন সেরা দশ থেকে তাদের মধ্যে মারিয়া ক্যারি অন্যতম। বিশ্বাস করতে কষ্ট হয় তিনি সেরা দশ তালিকা থেকে পিছিয়ে আছেন। তাঁর সঙ্গীতে সেই রকমভাবে কোনো কার্যকলাপ না থাকায় এবং তাঁর ছবি ‘গ্লিটার’ ফ্লপ হবার পরও নিজেকে তিনি শক্ত করে ধরে রেখেছেন। তাঁর ক্যারিয়ারের পারফরম্যান্স দিকে তাকালে দেখা যায় তিনি শক্ত হাতে তাঁর রেকর্ড ধরে রেখেছেন সবচেয়ে বেশী প্রচলিত ইউএস নাম্বার ওয়ান সিঙ্গেল (১৬ সপ্তাহ) এবং পৃথিবীর ৩নং বেস্ট সেলিং ফিমেল আর্টিস্ট। হিসেবে তিনি ৫টি গ্র্যামি, ১৯ বার ওয়ার্ল্ড মিউজিক এ্যাওয়ার্ড, ১০বার অ্যামেরিকান মিউজিক এ্যাওয়ার্ড, ১৪ বার বিলবোর্ড মিউজিক এ্যাওয়ার্ড এবং আরও অনেক।

সেরা ১০ তালিকায় যারা পিছিয়ে আছেন –

  • মারিয়া ক্যারি – ৫৩৫ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় চার হাজার পাঁচশো কোটি।
  • বিং ক্রসবি – ৫৫০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় চার হাজার ছয়শো কোটি।
  • বিয়োন্সে – ৫০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় চার হাজার দুইশো কোটি।
  • গ্লোরিয়া ইস্টেফান – ৫০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় চার হাজার দুইশো কোটি।
  • ডলি পার্টন – ৪৫০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় তিন হাজার আটশো কোটি।
  • বারব্রা স্ট্রিস্যান্ড – ৪০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় তিন হাজার চারশো কোটি।
  • জেনিফার লোপেজ – ৪০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় তিন হাজার চারশো কোটি।
  • জিমি বাফেট – ৪০০ মিলিয়ন ডলার, টাকায় – প্রায় তিন হাজার চারশো কোটি।
    এরপর সঙ্গীতাঙ্গন প্রকাশ করবে সেরা ২০, ৫০ এবং ১০০ ধনী তারকা সঙ্গীতশিল্পী। সঙ্গীতাঙ্গনের সাথে থাকুন এবং উপভোগ করুন আপনার বিনোদনের সময়গুলো। উপভোগ করুন আপনার পছন্দের শিল্পীদের গান সঙ্গীতাঙ্গনের
    ওয়েব পেজে আপনার পছন্দের শিল্পী ছবির উপর ক্লিক করুন এবং উপভোগ করুন নতুন নতুন পরিবেশনা।

সংগ্রহ – লেজার নোট।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles