– মোশারফ হোসেন মুন্না।
হৃদয়ের কথা বলে গান। মনের কানণে কাল্পনিক সুগন্ধি ফুলের নির্মল শুভাসে ভরিয়ে দেয় গান। গান নিয়ে আসে দুঃখের সময় একথালী সুখের পরশ। জীবনের উদ্দেশ্য আর অগ্রিম পথ চলার তেজী মনমানোসিকতা তৈরি করে গান। সেই গান হলো রবীন্দ্র সঙ্গীতের গান। সেই গান হলো শিল্পী কামাল আহমেদের গান। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবারের ১৫৮তম রবীন্দ্রজয়ন্তীতে শিল্পী কামাল আহমেদের রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিও ‘ভালবেসে সখী নিভৃতে যতনে’ প্রকাশ হয়েছে। ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে রাত ৮টায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। শিল্পী কামাল আহমেদের তৃতীয় একক অডিও ‘পথ চাওয়াতেই আনন্দ’ এ্যালাবাম থেকে ‘ভালবেসে সখী নিভৃতে যতনে’ গানটি নেয়া হয়েছে। এ এ্যালবামটি লেজার ভিশন প্রকাশ করে। ইতোপূর্বে শিল্পী কামাল আহমেদের ১৬টি এ্যালবাম প্রকাশ হয়েছে, এ্যালবাম গুলো হলো – সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত), নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত), পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত), ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত), নিঃশব্দ চরণে ( মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত), গোধূলি (হারানো দিনের গান) কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত), বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত), ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত), নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত), বালুকা বেলায় (হারানো দিনের গান), অধরা (আধুনিক গান), গানের তরী (তিন কবির গান), দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত), মহাকাব্যের কবি (বঙ্গবন্ধু স্মরণে গান), একুশের স্বরলিপি (মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান)।
সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তাঁর সফলতার পালে যুক্ত হয়েছে ৭টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার। এগুলো হলো সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০), বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এ্যাওয়ার্ড (২০১৫), অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭), বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭), ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭), রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮), জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯) প্রভৃতি। সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভীত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে। গানের ভেলায় চড়ে, সুখের একঝাক পাখি উড়ুক সুখ রাজ্যে। সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ আর কল্পনার জগৎ এর বাস্তবিক সুখ। সেই কামনায় সঙ্গীতাঙ্গন।