আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : মঞ্জুরুল আলম বিল্লাহ।
ডাক নাম : লিনু বিল্লাহ।
ভক্তরা যে নামে ডাকে : লিনু বিল্লাহ।
পিতার নাম : মরহুম মেহেতের বিল্লাহ।
ভাই/বোন : পাচ ভাই তিন বোন।
পড়াশুনা : এম.কম (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
পেশা : ব্যাবসায়ী।
অন্যান্য যোগ্যতা : যন্ত্র শিল্পী, ঢাকা থিয়েটার এর ফাউন্ডার সদস্য, জিংগেল ব্যান্ডের সদস্য।
প্রেম : সহধর্মিনী গিতি বিল্লাহ কে।
বিয়ে, ছেলেমেয়ে : স্ত্রী গিতি বিল্লাহ, এক ছেলে ও এক মেয়ে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৬৪ সালে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : পরিবার।
প্রথম ব্যান্ড : জিংগেল ব্যান্ড।
গান করি : আধুনিক, দেশাত্নবোধক, লোক সঙ্গীত।
বাজাই : তবলা।
জন্ম তারিখ : ৪ঠা সেপ্টেম্বর।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : কন্যা।
প্রথম স্টেজ পারফর্ম : ১৯৭২ সালে।
প্রথম এ্যালবাম : হিটস অব লিনু বিল্লাহ।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ৭টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশনে।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : গীতি কেমন আছো ও কেন দেরি করিলে বন্ধু।
প্রিয় ব্যাক্তি : মা ও আমার স্ত্রী এবং আমার মেয়ে।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন।
প্রিয় শখ : গান শোনা।
পছন্দের খাওয়া : দেশীয় খাবার।
প্রিয় পোশাক : পাঞ্জাবি-পায়জামা।
প্রিয় গাড়ি : নোয়াহ।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান, তামিম ইকবাল, সচীন টেন্ডুলকার।
প্রিয় বই (দেশ/বিদেশ): জাহানারা ইমামের – একাত্তরের দিন গুলি।
প্রিয় পত্রিকা : প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন।
প্রিয় চ্যানেল : বিটিভি, চ্যানেল আই, বাংলা ভিশন।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : মিউজিক্যাল শো।
প্রিয় শিল্পী : (দেশে) – সুবির নন্দী, আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন।
প্রিয় শিল্পী : (বিদেশে) – কিশোর কুমার, মান্নাদে, সমর মিত্র, লতা মুংগেশকার, প্রতিমা ব্যানার্জী।
প্রিয় ব্যান্ড : (দেশে) – ফিডব্যাক, নগরর বাউল, সোলস।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): রিচার্ড কিশোর(গিটার),পল্লব সেন্নাল(তবলা), মিলন ভট্টাচার্য (তবলা), তনু,বাপ্পি(কিবোর্ড)।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাজ্জাক, প্রয়াত হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): কবরি, ববিতা।
প্রিয় গান : কি আশায় বাধে খেলাঘর (কিশোর কুমার)।
প্রিয় রং : নীল।
প্রিয় ফুল : বেলী, গোলাপ।
প্রিয় বেড়ানোর জায়গা : চায়না।
স্বপ্ন স্হান : চায়না।
আমার লক্ষ্য : ভালো গান গেয়ে যাওয়া।
অপূর্ণ ইচ্ছা : ঐ।
নতুনদের জন্য কোন উপদেশ : ভালো করে গানের চর্চা করো ও ভালো ভালো গান করো।
ভয় পাই : আল্লাহ ছাড়া কাওকে ভয় পাইনা।
এড়িয়ে চলি : হিংসা বিদ্বেষ।
আনন্দের স্মৃতি : প্রথম সন্তান হওয়ার সময়।
বেদনার স্মৃতি : ৩০শে আগস্ট ১৯৭১ সালে যখন আমরা পাকিস্তানি হানাদারদের কাছে ধরা পরি সেদিন আমাদের কিছু সহ যোদ্ধা মেরে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনী।
বিশেষ কৃতজ্ঞতা : আমার সহ ধর্মিনীকে।
গর্ব হয় : আমি একজন মুক্তিযোদ্ধা তাই।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : দেশের সেবায় জীবন বিলিয়ে দিতে চাই।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : আসিফ।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফোনে।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : আনেক আনন্দের ছিলো।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : গীতি কেমনন আছো, কেন দেরি করিলে বন্ধু।
সবচেয়ে ভালবাসি :পরিবারকে।
সবচেয়ে ঘৃনা করি : হিংসা বিদ্বেষ।
সবচেয়ে বড় বন্ধু : কাদের কিবরিয়া, আআলাউদ্দিন আলী।
আমার কাছে সৌন্দর্য : বাহিরের সুন্দর্য না ভিতরেরটাই আসল।
সংগ্রহ – আরিফুল ইসলাম রনি