– সালমা আক্তার।
‘এগিয়ে যাওয়ার জয়গান’ স্লোগানে ৩ মে আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আয়োজন করা হচ্ছে ‘মে দিবস কনসার্ট’। কনসার্টটির আয়োজন করছেন দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। কনসার্টটি আয়োজন করা হচ্ছে মহান মে দিবসের চেতনায় শ্রোতাদের উজ্জীবিত করার লক্ষ্যে। আশুলিয়ার জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে কনসার্ট। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চঞ্চলা আঁখি আলমগীর, সন্দীপন, বেলি ও আল রাজু। অপর দিকে নারায়ণগঞ্জ হাই স্কুল মাঠে সংগীত পরিবেশন করবেন তারুণ্যময় কোকিল কন্ঠি ডোরা, পড়শী, পারভেজ ও আরিফ। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গান করবেন প্রিয় মুখ বিউটি, ফকির শাহাবুদ্দিন, রিংকু ও কনা। কনসার্টের ভেন্যু উন্মুক্ত হবে বেলা সাড়ে তিনটায়।
বাংলালিংক ব্র্যান্ড আ্যান্ড কমিউনিকেশনের পরিচালক কাজী উরফি আহমেদ বলেন, শ্রোতাদের জন্য এই বিশেষ আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। শ্রমিক দিবস, মে দিবস, দিবসটির গুরুত্ব চেতনায় তুলে ধরতে এই আয়োজন শ্রোতা মহলের সামনে। মহোৎসবের আয়োজনে থাকবে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা। বাংলালিংক গ্রাহকরা বিনা মূল্যে এই কনসার্ট উপভোগের সুযোগ পাবে। কনসার্টটির টিকিট বিনা মূল্যে সংগ্রহ করতে বাংলালিংক গ্রহকদের ৪৩ টাকা আ্যাকাউন্ট রিচার্জ করার পর আশুলিয়া ভেন্যুর জন্য LD 1, গাজীপুর ভেন্যুর জন্য LD 2, ও নারায়ণগঞ্জ ভেন্যুর জন্য LD 3 টাইপ করে এস এম এস করতে হবে ২৫০০ নম্বরে। সংগীতের মাধ্যমে মহান মে দিবসের কথা চেতনায় গাঁথা থাক সংগীত অনুরাগী ও বাংলার সহজ সরল সাধারণ মানুষের প্রাণে প্রাণে।