– সালমা আক্তার।
প্রতিক্ষার ক্ষণ ধীরে ধীরে ফুরিয়ে এল, পরম আনন্দের ছোঁয়া পেল প্রতিক্ষিত খুদে গান রাজরা ও সংগীত প্রেমী ভক্তজন। সৃজনশীল সংগীতাঙ্গন উপহারের নিমিত্তে প্রথমবার আয়োজন করেন ‘এসি আই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে এই রিয়েলিটি শো’ র মহোৎসব অনুষ্ঠিত হয়। গানের রাজা ২০১৯ খেতাব জিতেছেন খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা। মহোৎসবে অতিথি বিচারকের আসনে ছিলেন কোকিল কন্ঠি জনপ্রিয় কন্ঠ শিল্পী রুনা লায়লা। দ্বিতীয় স্থান অধিকার করেছে নেত্রকোনার শফিকুল ইসলাম ও তৃতীয় স্থান অধিকার করেছে ময়মনসিংহের সিঁথি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রুনা লায়লা, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই ফুডস লিমিটেডের ব্যবসায়ী পরিচালক ফিরিয়া ইয়াসমিন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকতি মজুমদার বাবু। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক চ্যানেল আই সেরা কন্ঠখ্যাত কোনাল ও ইমরান। সীমাহীন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমপি আসাদুজ্জামান নূর। বয়ে চলা সময়ের পায় পায় মহোৎসব উপস্থাপন করেছেন লাক্স-চ্যানেল আই তারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির।
চূড়ান্ত পর্বে অংশ নেয় পাঁচ প্রতিযোগী। মহোৎসবের মাধুর্য আরও বৃদ্ধি করতে অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন আগুন, এসআই টুটুল, ডলি সায়ন্তনী, তপু ও তপন চৌধুরী। একক পরিবেশনায় অংশ নেন পরীমনি এবং জুটি বেঁধে পারফর্ম করেন পূর্ণিমা ও রোশন। শিশুদের শিল্প মেধা ও মননে এটি এক বিশেষ দৃষ্টান্ত স্বরূপ, এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের খুদে গান রাজরা, শুদ্ধ ও সুন্দর সংগীত চর্চা হোক সংগীতাঙ্গনের দিকনির্দেশনা।