asd
Friday, November 22, 2024

কনসার্ট ফর চিলড্রেন ২০১৯…

– সালমা আক্তার।

ডিসট্রেডস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) উদ্দ্যেগে ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৫:৩০ মি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর চিলড্রেন’। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনাব আতিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক, সংস্কৃতিসচিব আবু হেনা মোস্তফা কামাল, কৃষিবিদ ইনসস্টিউশন বাংলাাদেশের মহাসচিব কৃষিববিদ মো. খায়রুল আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত গানের পাখি সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েল সহ সংগঠনের সাথে জড়িত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য শিশু অধিকার সম্পর্কে অবহিত করা ও প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে শিশু অধিকার ফিরিয়ে দেয়া। শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণে তৃতীয় বারের মতো আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি, উক্ত অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বক্তব্যসহ ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হকের কর্মপরিকল্পনা ও সার্বিক পরিবেশনা। পরিবেশন করা হয় ডিসিআই হোমের বাচ্চাদের জাতীয় সংগীত,
দলীয় নৃত্য, একক সংগীত ও দলীয় সংগীত সহ গানের পাখি সাবিনা ইয়াসমিন ও হাসান আবিদুর রেজা জুয়েলের উৎসব মূখরিত সংগীত উৎসব সুরের মেলা, সংগঠনে সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিবর্গকে দেয়া হয় বিশেষ এ্যাওয়ার্ড ২০১৯ইং ডিসিআই।

কনসার্টের মাধ্যমে দেশবাশীকে শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডিসিআই প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক। ডিসিআই আয়োজনে ছয় প্রোগ্রাম মধ্যে রয়েছে সান চাইল্ড স্পন্সরশীপ, ওরফান সাপোর্ট, বিল্ডনেস প্রিভেনশন, হ্যাল্থ ফর আন্ডারপ্রিভিলাইজড, ইউথ লীডারশীপ, জুনিয়র ফর চাইল্ড রাইটস এন্ড সাইট ইত্যাদি। অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন
মেয়র জনাব আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভি সিনিয়র নিউজ প্রেজেন্টার মিতা মোস্তফা, তিনি শুভেচ্ছা বক্তব্যে জানান সমাজের সুবিধা বঞ্চিত সকল শিশু যেন একটি সুন্দর নিরাপদ এবং সুস্থ জীবন
যাপন করতে পারে তার লক্ষ্যে ২০০৩ইং সাল থেকে কাজ করে আসছে ডিসিআই, শিশু অধিকার, শিশু শ্রম ও অন্ধত্ব দূর করণের নিমিত্তে সবাইকে এগিয়ে আসার নিমন্ত্রণ করেন। অনুষ্ঠানটি স্পন্সর করেন কৃষি কল সেন্টার,
এক্টিভ ফাইন ক্যামিক্যাল্স, এএফসি, পপুলার লাইফ ইন্সুরেন্স, আল আরাফা ইসলামী ব্যাংক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী ও বরিশাল সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব এহসান হক ১৯৬৪ইং সালে বরিশালে জন্ম গ্রহণ করেন, জন্ম থেকে তিনি চোখে ছানি নিয়ে জন্ম নেন, পাঁচ বছর বয়সে তাঁর সাতটি অপারেশন হয় চোখে, বহু বাধা পড়ে লেখা পড়ার ক্ষেত্রে, কিন্তু তিনি থমকে থাকেন নি, অধ্যম ইচ্ছে নিয়ে এগিয়ে যান তিনি বহু লোকের তিরস্কার ও বৈষম্য মূলক আচরণের শিকার হয়ে, তিনি সমস্ত বাধা বিঘ্ন পেড়িয়ে রাজশাহী মেডিকেল কলেজ থেকে পড়া শেষ করে দেশের বাইরে চলে যান, উচ্চতর ডিগ্রী অর্জন করেন ১৯৯৫ইং জাপানে ও ১৯৯৭ইং কেনাডা। তিনি দেশ বিদেশের বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানে কাজ করেন, বর্তমানে আমেরিকার এক প্রতিষ্ঠানে কর্মরত আছেন, ড. এহসান হক স্বপ্ন দেখেন অবহেলিত শিশুদের নিয়ে, স্বপ্ন দেখার নিমন্ত্রণ করেন দেশবাসীকে,
একটি শিশু স্পন্সরে বেঁচে উঠে শিশুটির সারা জীবনের স্বপ্ন ও কর্ম শক্তি। উক্ত অনুষ্ঠানে মেয়ের জনাব আতিকুল ইসলাম সকলকে এগিয়ে আসতে আনুরোধ জানান ও নিজেকে সব সময় জড়িয়ে রাখার প্রতিশ্রুতি দেন।

উচ্ছ্বসিত প্রাণে গান করে শোনান হাসান আবিদুর রেজা জুয়েল, আমি বাংলায় গান গাই, আমায় আর ডেক না, সেই তুমি কেন এত অচেনা হলে, চোখের ভেতর স্বপ্ন থাকে, আমি যে মাতাল হাওয়া ইত্যাদি। গানের পাখি সাবিনা ইয়াসমিন অবহেলিত শিশুদের ভালোবেসে কাছে ডেকে আপন করে নিতে চান, তিনি গানে গানে শ্রোতাদের আমন্ত্রণ করেন এসব দুস্থ শিশুদের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, অনুষ্ঠানে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য তিনি বেশ কিছু একক গান পরিবেশন করেন, গানের পাখি সাবিনা ইয়াসমিন এ যাবত ষোল হাজারের অধিক গান চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন ও অডিওতে শ্রোতাদের ভালোবাসা কুড়াতে গেয়েছেন, উক্ত অনুষ্ঠানে তিনি প্রথম গান করেন শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ রফিকউজ্জামান এর কথা, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা গান ‘সেই রেল লাইনের ধারে’, ড. আবু হেনা মোস্তফা কামালের লেখা ও শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে গান ‘শত জনমের স্বপ্ন’ এছাড়া আরও উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, তুমি চোখের আড়াল হও, শুধু গান গেয়ে পরিচয় ও আমার রসিয়া বন্ধুরে ইত্যাদি। ডিসিআই হোম শিশুদের গানের মধ্যে ছিল জাতীয় সংগীত, রাধা রমন রচিত গানের দলীয় নৃত্য, ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, ইংরেজি ভাষায় গান ইউ আর দ্যা ওয়াল্ড ইত্যাদি। প্রতিষ্ঠান অনুষ্ঠানের সার্বিক উন্নয়নের তাগিদে দেখানো হয় সংগঠনে সম্পৃক্ত সজনদের বিভিন্ন বার্তালাপ, বার্তা পাঠান প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ড. ব্রেইন দেবরোফ এম ডি এব এ সি এস, ড. এ কে আব্দুল মোমেন চেয়ারম্যান অফ আর এস সি ড. মোহাম্মদ আবদুল মজিদ, জরুরি কাজে দেশের বাইরে থাকায় ডিসিআইয়ের শুভেচ্ছাদূত চিত্রনায়িকা ববিতা বার্তা পাঠান প্রতিষ্ঠান ও অবহেলিত শিশুদের মঙ্গল প্রার্থনা করে। পথ শিশুর জীবন সুস্থ ও সুন্দর নিশ্চিত করতে শিশু কল্যাণে এগিয়ে আসতে যোগাযোগ ঠিকানা –
Please send SMS /TEXT with your name & e-mail to get involved
Phone :01726051700 Bangladesh
Tel#1-203-376-6351 USA
www.facebook.com /DCI. International
E-mail :
dc*@di****************.org

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles