আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : রবি চৌধুরি।
ডাক নাম : রবি
ভক্তরা যে নামে ডাকে : রবি চৌধুরি।
ভাই/বোন :২ ভাই, ১ বোন।
পড়াশুনা : চট্টগ্রাম থেকে স্নাতক ডিগ্রী।
পেশা : গায়ক।
প্রেম : সহধর্মিণী।
বিয়ে : ছেলে মেয়ে ২ জন কন্যার জনক।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ছোট বেলা থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় :বাবা
প্রথম ব্যান্ড : সান ডে ,যদিও এটা নিয়ে আগানো হয়নি ।
গান করি : মেলোডি গান গাইতে ভালো লাগে।
বাজাই : হারমনিয়াম , কি- বোর্ড ।
জন্ম তারিখ : ১৭ই ডিসেম্বর।
জন্ম স্হান : চট্টগ্রাম।
রাশি : ধনু ।
প্রথম স্টেজ পারফর্ম : ৫ম শ্রেণী ।
প্রথম এ্যালবাম : ৯০ এর দশকে “প্রেম দাও” ।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ২৫০ টি।
কোন পুরষ্কার : অনেক পুরষ্কার পেয়েছি ,তবে ভক্তদের ভালোবাসা আমার সব থেকে বড় পুরষ্কার ।
প্রিয় ব্যাক্তি : বাবা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বাবা।
প্রিয় শখ :নতুন নতুন গান এবং গানের সুর সৃষ্টি করা ।
পছন্দের খাওয়া : সব ধরনের খাবার আমার পছন্দ
প্রিয় পোশাক : কালো রং এর টি- শার্ট, জিন্স ।
প্রিয় পারফিউম : কম ফর্দ।
প্রিয় খেলা : ক্রিকেট , ফুটবল ।
প্রিয় খেলোয়াড় : শচীন টেন্ডুলকার , মুস্তাফিজ ।
প্রিয় বই (দেশ/বিদেশ): আপাতত মনে পরছেনা ।
প্রিয় পত্রিকা :সব পত্রিকাই ভাল লাগে।
প্রিয় ম্যাগাজিন : নির্দিষ্ট করে নেই।
প্রিয় চ্যানেল : সব চ্যানেলই ভাল লাগে ।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : ইত্যাদি।
প্রিয় শিল্পী : নেয়াজ মাহমুদ চৌধুরী
প্রিয় শিল্পী : (বিদেশে) – নেই।
প্রিয় ব্যান্ড : (দেশে) – নেই।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – নেই।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): আইয়ুব বাচ্চুর গীটার বাজানো ভাল লাগে ।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): হুমায়ুন ফরিদী ।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সুবর্ণ মোস্তফা ।
প্রিয় গানঃ ”বেশি কিছু আশা করা ভুল”।
প্রিয় রং : কালো।
প্রিয় ফুল : সব।
প্রিয় বেড়ানোর জায়গা : ইউরোপ।
স্বপ্ন স্হান : ইউরোপ।
আমার লক্ষ্য : আরো বেশি গান গাওয়া।
অপূর্ণ ইচ্ছা : নেই।
নতুনদের জন্য কোন উপদেশ : সিনিয়র দের শ্রদ্ধা করতে হবে ।
আমার দুঃখ : অযোগ্য লোক কে টিভি স্ক্রিনে দেখা ।
ভয় পাই : আল্লাহ্ কে ।
এড়িয়ে চলি : দু’মুখো মানুষ কে।
আনন্দের স্মৃতি : ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাওয়া।
বেদনার স্মৃতি: কোন এক কুরবানির ঈদে বাবা কে হারানো ।
জীবনটা যেমন : আল্লাহকে শুক্রিয়া জ্ঞাপন এবং প্রতিটি মুহূর্ত আনন্দ করা ।
বিশেষ কৃতজ্ঞতা : আল্লাহর কাছে।
গর্ব হয় : আমি অহমিকা পছন্দ করিনা।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : গায়ক হতে।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : অনেকেই আছে ।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুক এবং ইউ টিউব এ আসছি শীঘ্রই ।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : ১ দিনে ৬টি গান রেকর্ড করেছিলাম ।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : শ্রোতাদের ভালবাসা।
সবচেয়ে ভালবাসি : বাবাকে।
সবচেয়ে ঘৃনা করি : দু’মুখো মানুষকে।
সবচেয়ে বড় বন্ধু : সহধর্মিণী।
সবচেয়ে বড় শত্রু : নেই।
আমার কাছে ভালবাসা : শ্রদ্ধা।
আমার কাছে সৌন্দর্য : সুন্দর মনের মানুষ।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : বাংলাদেশ এর যেকোনো স্থান ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন – ওয়ার্ল্ড ট্যুর হয়েছে বলা চলে।
তথ্য সংগ্রহ – ফাহমিদা আলম