আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : মালিহা তাবাসসুম খেয়া।
ডাক নাম : খেয়া।
ভক্তরা যে নামে ডাকে : খেয়া।
পিতার নাম : মোঃ শাহাদুদ জামান আলম।
ভাই/বোন : আমি একাই।
পড়াশুনা : লন্ডন থেকে স্নাতক,এখন ব্রিটিশ কাউন্সিলের অধিনে সি এ পড়ছি।
পেশা : আপাতত গান নিয়ে…
অন্যান্য যোগ্যতা : নাচতে জানি।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : বুঝতে শেখার পর থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মা,বা।
গান করি : ক্লাসিক্যাল এবং আধুনিক গান।
বাজাই : হারমোনিয়…
জন্ম তারিখ : ৪ঠা জানুয়ারী।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : মকর।
প্রথম স্টেজ পারফর্ম : ৩য় শ্রেণীতে।
প্রথম এ্যালবাম : মন মানেনা, ২০১৩।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : মিক্সড ৪০টি, একক ২টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ক্লোজ আপ ওয়ান ।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : দূর আকাশে।
কোন পুরষ্কার : আর টিভি ব্ল্যাক হর্স শীর্ষ ১০ম পুরষ্কার।
প্রিয় ব্যাক্তি : মা,বাবা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : মা,বাবা।
প্রিয় শখ : গান গাওয়া।
পছন্দের খাওয়া : খিচুরি, আইসক্রিম, চকলেট।
প্রিয় পোশাক : শাড়ি ।
প্রিয় গাড়ি : ভাল লাগে বি এম ডব্লিউ ।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : মুশফিক, মাশরাফি বিন মুর্তজা ।
প্রিয় বই (দেশ/বিদেশ): গর্ভধারিণী , সুনীল গঙ্গপাধ্যয়।
প্রিয় পত্রিকা : সব ।
প্রিয় ম্যাগাজিন : সব ।
প্রিয় চ্যানেল : সব।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : সবই ভাল লাগে।
প্রিয় শিল্পী : (দেশে) – সাবিনা ইয়াসমিন , নান্সি ,কনা ।
প্রিয় শিল্পী : (বিদেশে) – মিতালি মুখার্জি ,শ্রেয়া ঘোষাল ।
প্রিয় ব্যান্ড : (দেশে) ওয়ার ফেজ।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): সবাই ।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাজ্জাক ,কবরী ।
প্রিয় গান : ভিতরে বাহিরে ডাকিরে, আয়না পাখরে ।
প্রিয় রং : পিচ রঙ ।
প্রিয় ফুল : বেলি ।
প্রিয় বেড়ানোর জায়গা : ব্রিস্টল, ইংল্যান্ড।
স্বপ্ন স্হান : প্যারিস ।
আমার লক্ষ্য : গান গেয়ে মানুষের হৃদয়ে আমরন বেঁচে থাকা ।
অপূর্ণ ইচ্ছা : ওয়ার্ল্ড ব্যাংক এ চাকুরী করা ।
আমার দুঃখ : অসুস্থতার সময় যেন না আসে ।
ভয় পাই : আল্লাহকে ।
এড়িয়ে চলি : ধোঁকাবাজ, অসৎ লোক ।
আনন্দের স্মৃতি :এক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মুখে মশা ধুকে গেলেও গান থামায়নি ।
বেদনার স্মৃতি : অসুস্থতার সময় ।
জীবনটা যেমন : সুন্দর ।
বিশেষ কৃতজ্ঞতা : আল্লাহ এবং মা, বাবা ।
ভবিষ্যতে হবো : গান গেয়ে মানুষের হৃদয়ে আমরন বেঁচে থাকা ।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : গায়িকা ।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুক ।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : আনন্দের ।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : so i wont give up, no i wont break down sooner let it seems life turns around.
সবচেয়ে ভালবাসি : মা,বাবা ।
সবচেয়ে ঘৃনা করি : ধোঁকাবাজ , অসৎ লোক ।
সবচেয়ে বড় বন্ধু : আল্লাহ এর পর আমি নিজে ।
সবচেয়ে বড় শত্রু : ধোঁকাবাজ , অসৎ লোক ।
আমার কাছে ভালবাসা : বিশ্বাস, হাতে হাত রেখে মৃত্যু অবধি চলা।
আমার কাছে সৌন্দর্য : সুন্দর মনের মানুষ ।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : ইচ্ছে আছে লন্ডনের রয়্যাল এ পারফরমেন্স করা ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : বাংলাদেশের বিভিন্ন জেলা এবং লন্ডন।
তথ্য সংগ্রহ – ফাহমিদা আলম
অলংকরন – গোলাম সাকলাইন…