– মরিয়ম ইয়াসমিন মৌমিতা।
আগামী ১৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮। চতুর্থবারের মতো এ আয়োজন করছে সান ফাউন্ডেশন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রবিবার পাঠানো লিখিত এক বিবৃতির মাধ্যমে এসব
তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এবারও জমবে ফোকফেস্ট। মাটির সুরের টানে রাতভর মোহিত হবে মানুষ। কয়েক বছর থেকেই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। এবার
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। প্রতিবারের মতো এবারও লোকসঙ্গীতের এই আসর বসছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আগামী ১৫ নবেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসবের
পর্দা নামবে ১৭ নভেম্বর। এবারও দর্শক বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এদিকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনিবার্য কারণবসত তা হচ্ছে না। তবে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে বাঙালীর এ প্রাণের উৎসব। জানা যায়, পরবর্তিতে সংবাদ সম্মেলন
করে সেখানে উৎসব সম্পর্কে বিস্তারিত সকল তথ্য প্রকাশ করা হবে। ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৮’ আয়োজন করছে।