আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : কানিজ মঞ্জুষা মোসাম্মৎ সৈয়দ দিলরুবা বেগম।
ডাক নাম : দিলরুবা খান।
ভক্তরা যে নামে ডাকে : দিলরুবা খান।
পিতার নাম : সৈয়দ হামিদুর রশিদ।
ভাই/বোন : ৫ ভাই , ১ বোন ।
পড়াশুনা : রাজশাহীতে।
পেশা : গায়িকা।
অন্যান্য যোগ্যতা : কখনো গান ছাড়া কিছু চেষ্টা করিনি।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : বুজতে শেখার পর থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : ফোক সম্রাট আব্দুল আলীম।
গান করি : সব ধরনের গান গাইতে পছন্দ করি।
বাজাই : হারমনিয়াম।
জন্ম তারিখ : ৪ই মে।
জন্ম স্হান : বগুড়া।
রাশি : বৃষ।
প্রথম স্টেজ পারফর্ম : বাংলাদেশ রেডিও ও টেলিভিশনে।
প্রথম এ্যালবাম : দেখা আরিচার ঘাঁটে।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : মোট ১৬ টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : বাংলাদেশ রেডিও ও টেলিভিশনে।
কোন পুরষ্কার : প্রাপ্তি ২টি, কিন্তু আমার শ্রোতাদের ভালবাসার কাছে এটা ম্লান ।
প্রিয় ব্যাক্তি : ফোক সম্রাট আব্দুল আলীম।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : ফোক সম্রাট আব্দুল আলীম।
প্রিয় শখ : প্রথমতঃ গান করা এরপর বাগান করাও আমর খুব পছন্দে্র,আমার বাগানে ৯৫ ধরনের অর্কিড গাছ আছে।
পছন্দের খাওয়া : ভর্তা, ডাল এবং দেশীয় সব খাবার।
প্রিয় পোশাক : শাড়ি।
প্রিয় পারফিউম : ইন্টারনাল লাভ।
প্রিয় গাড়ি : টয়োটা।
প্রিয় খেলা : খেলা আমি বুঝিনা।
প্রিয় বই (দেশ/বিদেশ): নজরুলের বই, বিশেষ করে তার মানুষ কবিতাটি।
প্রিয় পত্রিকা : সব।
প্রিয় ম্যাগাজিন : সব।
প্রিয় চ্যানেল : সব।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : সব।
প্রিয় শিল্পী : (দেশে) – সামিনা চৌধুরী।
প্রিয় শিল্পী : (বিদেশে) – উদিত নারায়ণ।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): সবাই।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): হুমাউন ফরিদী।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সুচিত্রা সেন ।
প্রিয় গান : দুই ভুবনের দুই বাসিন্দা,বন্ধু চিরকাল; রেল লাইন বহে সমান্তরাল।
প্রিয় রং : সাদা।
প্রিয় ফুল : কামিনী, রজনীগন্ধা, হাসনা হেনা।
প্রিয় বেড়ানোর জায়গা : গ্রাম।
আমার লক্ষ্য : একটি গানের শিক্ষালয় স্থাপনা করার ইচ্ছে আছে, আমি এর নাম ‘শিকড়’ দেব বলে ঠিক করেছি কিন্তু জানিনা এটা পূরণ হবে কিনা!
অপূর্ণ ইচ্ছা : ‘শিকড়’ স্থাপনার ইচ্ছাটাই আমার অপূর্ণ আছে।
নতুনদের জন্য কোন উপদেশ : প্রথমত সঙ্গীত নিয়ে সাধনা করতে হবে একে কিঞ্চিৎ অবহেলা করলে এটা তাকে সম্পূর্ণটায় অবহেলা করবে।
আমার দুঃখ : এখন অব্দি ‘শিকড়’ প্রতিষ্ঠা না করতে পারা।
ভয় পাই : চেনা মানুষ গুলো যখন অচেনা হয়ে যায়।
এড়িয়ে চলি : যারা নেতিবাচক চরিত্রের অধিকারী,তাদেরকে।
আনন্দের স্মৃতি : দিলরুবা খান যখন পাগল মন হয়।
বেদনার স্মৃতি : এখন অব্দি ‘শিকড়’ প্রতিষ্ঠা না করতে পারাটা আমার জন্য বেদনার।
জীবনটা যেমন : আমি যেমন আছি জীবনটাকে তেমনি দেখতে পছন্দ করি।
গর্ব হয় : সঙ্গীত শিল্পী হিসেবে মনের ভেতর গর্ব হয়।
ভবিষ্যতে হবো : আমি গান গাইতে গাইতে এ পৃথিবী ছাড়তে চাই এটাই ভবিষ্যতের আকাঙ্খা।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : দিলরুবা খান হতে চাইবো।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : অনেকই আছে ।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুক এর মাধ্যমে।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : ভয়ে প্রাই আধ মরা হয়ে গিয়েছিলাম।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : ঐ জাদুটা যদি সত্যি হয়ে যেত , তা আমি শিখে নিতাম।
সবচেয়ে ভালবাসি :গান কে।
সবচেয়ে বড় বন্ধু : আমার বান্ধুবি বিউটি জার আমার বন্ধুত্তের সম্পর্ক ৩০ বছরের ।
সবচেয়ে বড় শত্রু : আমার বান্ধুবি বিউটি।
আমার কাছে ভালবাসা : বিশ্বাস।
আমার কাছে সৌন্দর্য : মনের ভেতরের সৌন্দর্য।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : বাংলা দেশের সব জেলায়…
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : অস্ট্রেলিয়া , আমেরিকা, সুইডেন, জার্মান , ইটালি সহ আরও অনেক দেশ।
তথ্য সংগ্রহ – ফাহমিদা আলম…
অলংকরন – মাসরিফ হক…