– রবিউল আউয়াল।
দেশের সকল প্রযোজনা প্রতিষ্ঠান গুলো ঈদ আয়োজনে ব্যস্ত। বর্তমান সময়ে দেশের ও অডিও বাজারের চরম মন্দা অবস্থায়ও থেমে নেই তাদের আয়োজন। প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে বেশ কয়েকটি অডিও গান এবং মিউজিক ভিডিও প্রকাশ করেছে। শ্রোতা-দর্শকদের চাহিদাকে সামনে রেখে এবারের ঈদেও তাদের প্রত্যাশা প্রকাশিত গান ও মিউজিক ভিডিওগুলি শ্রোতা-দর্শকদের বাড়তি আনন্দ দিবে।
প্রকাশিত এ্যালবাম ও গানগুলো হলো-
কন্ঠশিল্পী রুবেলের ‘নষ্ট আমি’। মিজানুর রাফির কথায় সঙ্গীত করেছেন তানভীর তারেক।
জনপ্রিয় কন্ঠশিল্পী তপন চৌধুরী ও স্বরলিপি’র ‘এইতো বেশ আছি’। শহীদ মাহমুদ জাহাঙ্গীরের কথায় সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর এবং সঙ্গীত করেছেন সুমন কল্যাণ।
স্নেহাশীষ ঘোষের কথায় অয়ন চাকলাদারের সুর ও সঙ্গীতে ‘ভাই ব্রাদার্স’ এ্যালবামে মোট ৮টি গান রয়েছে। শিল্পীরা হলো ইমরান, বৃষ্টি, কাজী শুভ, নিশি, মিলন, জুয়েল মোর্শেদ, অয়ন, ইলমা, সাফায়েত, ইভান ইভু ও সাগর।
ফাহমিদা নবীর ‘ছুঁই না ছুঁই’। এ এস এম মাসুম এর কথায় সুর করেছেন সুমন কল্যাণ।
বেলাল খান ফিচারিং জনির ‘আড়াল’। সোমেশ্বর অলির কথায় সুর করেছেন বেলাল খান।
অজয় মিত্রের কথা, সুর ও সঙ্গীতে ‘কিছু প্রেম’।
এফ এ সুমনের কন্ঠে ‘ফতুর’। সোমেশ্বর অলির কথায় সুর ও সঙ্গীত করেছেন বেলাল খান।
এম এ রহমানের ‘সাজনা’। মেহেদী হাসানের কথায় সুর করেছেন এফ এ প্রিতম।
সানিয়া রমা’র ‘রঙের জাদুকর’। এ্যালবামটিতে মোট ৪ টি গানের একটিতে দ্বৈত কন্ঠে গান করেছেন বেলাল খান ও সানিয়া রমা। গানগুলির কথা লিখেছেন আহমেদ খসরু, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, সানিয়া রমা এবং সুর করেছেন বেলাল খান ও আভরাল সাহির।
এছাড়াও রয়েছে কন্ঠশিল্পী প্রিয়াংকার কন্ঠে ‘ডিজিটাল সুন্দরী’।
এছাড়াও আরও কিছু মিউজিক ভিডিও প্রকাশের সম্ভাবনা আছে।