asd
Saturday, November 23, 2024

আজ শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদীর ৭৮তম জন্মবার্ষিকী…

“আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার
রোজ হাশরের শেষ বিচারে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার”

ইতিহাসের কালজয়ী এই গানের শিল্পী আমাদের প্রিয়, বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয়। বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী গুনী মানুষ শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী। যার কন্ঠে গাওয়া অসংখ্য ভালো লাগার গান। যে গানের সুর মিশে আছে সবার হৃদয়ে। গানকে ভালবেসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অনেক সম্মানী পুরস্কার। উনার গাওয়া কালজয়ী গানের মধ্যে কিছু গান-

১। চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার।
২। চোক্ষের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে।
৩। তোমাদের সুখের এ দিনে।
৪। চলে যায় যদি কেউ বাধঁন ছিড়ে।
৫। সতী মায়ের সতী কন্যা।
৬। এমনও তো প্রেম হয়।
৭। কি করে বলিবো আমি মনে কত জ্বালা।
৮। আমি তোমারই তুমি আমারই।
৯। একবার যদি কেউ ভালোবাসতো।
১০। যেওনা সাথী।
১১। জন্ম থেকে জলছি মাগো।
১২। পৃথিবীর পান্থশালা।
১৩। দু:খ চির সাথীরে।
১৪. কারো আপন হইতে পারলিনা অন্তর।
১৫। শূন্য হাতে আজ এসেছি। – সহ ইত্যাদি আরো অনেক গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। এই গুনী মানুষটির জন্ম হয়েছে ১৯৪০ সালের পহেলা জুলাই। আজ তাঁর ৭৮তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষ্যে সঙ্গীতাঙ্গনের সাথে এই গুনী মানুষটির কথোপকথন।

সঙ্গীতাঙ্গন : আস-সালামু-আলাইকুম। কেমন আছেন?

সৈয়দ আব্দুল হাদী: ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে দেশ ও দশের দোয়ায় ভালো আছি।

সঙ্গীতাঙ্গন : জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা। আমাদের সংগ্রহীত তথ্য অনুযায়ী ১লা জুলাই আপনার জন্মদিন। নিশ্চিত হবার জন্যই ফোন দিয়েছি।

সৈয়দ আব্দুল হাদী : হ্যাঁ,আগামীকাল আমার ৭৮তম জন্মবার্ষিকী।

সঙ্গীতাঙ্গন : তাহলে নিশ্চয়ই জন্মদিন উপলক্ষ্যে কোন পরিকল্পনা আছে ?

সৈয়দ আব্দুল হাদী : নাহ্! আমি এখন আর জন্মদিনে এনকারেজ করিনা। আমাদের কি আর সেই বয়স আছে জন্মদিন পালন করার ?
গত বছর বিভিন্ন চ্যানেল উদযাপন করেছিলো। এবছর তো দেশে ছিলাম না তো এবছর আর তেমন কিছু করা হয়নি।

সঙ্গীতাঙ্গন: আমাদের বর্তমান সঙ্গীত জগৎ নিয়ে আপনার বক্তব্যে কি ?

সৈয়দ আব্দুল হাদী : নতুন কিছু তো বলার নেই, তবে বলতে চাই, দেশ এগিয়ে যাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে মানুষের জীবন। মানুষের জীবন যাত্রার রূপ পাল্টে যাচ্ছে। এখনকার যে সঙ্গীত জগৎ, এখন যারা কাজ করছে তারাও পাল্টে যাবে, পাল্টে যাচ্ছে এটাই তো স্বাভাবিক। ভালো কিবা মন্দ এর বিচার তো বর্তমানে করা যায় না। ভবিষৎ বলে দিবে কোনটা ভালো ছিল আর কোনটা মন্দ ছিল। এখন এরা সময়ের সাথে এগুচ্ছে, এগিয়ে যাক। এগুতে হবে ভবিষৎ এর জন্য।

সঙ্গীতাঙ্গন : আপনার কি কিছু বলার আছে দেশ ও দেশের মানুষের জন্য ?

সৈয়দ আব্দুল হাদী : বলার একটাই আছে, এ দেশটা আমার, এদেশটা তোমার, এদেশটা সবার। সুতরাং এদেশকে ভালো করতে হলে শুধু দেশের সরকার আর রাজনীতির নেতারা ভালো হলে চলবেনা। দেশের সকল মানুষকে ভালো হতে হবে। প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকতার সহিত কাজ করে তাহলে আমার বিশ্বাস দেশ একদিন এগিয়ে যাবেই। আমি আমার দেশ ও জাতীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। বাংলাদেশ চিরজীবী হক।

সঙ্গীতাঙ্গন : কষ্ট করে আমাদের সময় দেবার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন শুভজন্মদিনে। ভালো থাকবেন সব সময়।

সৈয়দ আব্দুল হাদী : অনেক ধন্যবাদ সঙ্গীতাঙ্গনকেও। – মোশারফ হোসেন মুন্না…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles