Wednesday, October 15, 2025

এক নজরে ২০১৭ এর হলিউড টপ ২৫ সং লিস্ট…

২০১৭ সাল এর প্রায় শেষের দিকে, চলছে নতুন বছরকে বরণের আয়োজন। এই বছরে সারা জাগানো ২৫টি টপ চার্টের গানের তালিকা চলুন ঘুরে আসা যাক….

১. রক ষ্টার – পোস্ট মেলন ফিচারিং ২১ সেভেগ।
২. হাভানা – কেমিলা কাবেলো ফিচারিং ইয়ং থাগ।
৩. বদক ইয়েলো (মানি মুভস) – কার্দি বি।
৪. 1-800-273-8255 – লজিক ফিচারিং এলেসিয়া করা এবং খালিদ।
৫. থান্ডার – ইমাজিন ড্রাগন।
৬. ফিল ইট স্টিল – পর্তুগাল দা ম্যান।
৭. গুচি গ্যাং – লিল পাম্প।
৮. সরি নোট সরি – ডেমি লোভাটো।
৯. মি জানতে – ডি যে বালভিন এবং উইল্লি উইলিয়াম ফিচারিং বেয়ন্স।
১০. টু গুড এট গুডবাই – স্যাম স্মিথ।
১১. পারফেক্ট – এড শিরান।
১২. হোয়াট লাভার্স ডু – মারুন ৫।
১৩. রেক ইট আপ – ইও গোটি ফিচারিং নিকি মিনাজ।
১৪. মোটর স্পট – মিগোস, নিকি মিনাজ এবং কার্ডি বি।
১৫. আই গেট দা বেগ – গুচি ম্যান ফিচারিং মিগোস।
১৬. ব্যাঙ্ক একাউন্ট – ২১ সেবাগ।
১৭. আনফরগেটেবলে – ফ্রেঞ্চ মন্টানা ফিচারিং সুই লি।
১৮. এটেনশন – চার্লি পূতঃ।
১৯. রেডি ফর ইট – টেইলর সুইফট।
২০. ডেসপাসিত – লুইস ফোনসি এবং ড্যাডি এঙ্কি ফিচারিং জাস্টিন বিবার।
২১. বিলিভার – ইমাজিন ড্রাগন।
২২. হোয়াট এবাউট আস – পিঙ্ক।
২৩. শেপ অফ ইউ – এড সেরেন।
২৫. ইয়ং ডাম্ব এন্ড ব্ৰেক – খালিদ।
সংগ্রহ – ফাহমিদা আলম।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

betwinner melbet megapari megapari giriş betandyou giriş melbet giriş melbet fenomenbet 1win giriş 1win 1win