asd
Saturday, November 23, 2024

নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী…

বাংলাদেশের অসংখ্য সোনালি গানের সুরস্রষ্ঠা এবং প্রিয় সঙ্গীতজ্ঞ কিংবদন্তী সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। সুরের ভুবনে এক অবিস্মরণীয় সুরসম্রাট তিনি। একদিকে যেমন দেশ ও দেশের মাটিকে ভালবেসে হৃদয় মন উজাড় করে তৈরি করেছেন ‘ও আমার বাংলা মা তোর’, ‘আমায় গেঁথে দেনা মাগো একটা পলাশ ফুলের মালা’, তেমনি আবার প্রেম- বিরহে সাজিয়েছেন ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’, ‘এমনও তো প্রেম হয়, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আমার মতো এত সুখী’, ‘এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই’, ‘শত জনমের স্বপ্ন তুমি’, ‘দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’ সহ এমন অসংখ্য বিখ্যাত কালজয়ী গানের সুরস্রষ্টা আলাউদ্দিন আলী।

সময় এবং যুগের পরিবর্তন এসেছে সেই গ্রামোফোন, রেডিও, অডিও, সিডি পেরিয়ে গান প্রকাশ হয় অনলাইনে। অনলাইনের মধ্যে ইউটিউব চ্যানেলকেই সবচেয়ে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন শ্রোতারা। আর শ্রোতাদের কাছে আলাউদ্দিন আলী উনার নিজের সঙ্গীতায়োনের গান গুলো পৌঁছিয়ে দিতে ইউটিউব একাউন্ট খুলেছেন। চ্যানেলটির নাম দিয়েছেন , “alauddin ali treasure” এই চ্যানেল এর মাধ্যমে শ্রোতারা আলাউদ্দিন আলীর সৃষ্টি গান সহজেই শুনতে পারবেন। আলাউদ্দিন আলী আমাদের উপহার দিয়েছেন এমন কিছু গান যা প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে। আলাউদ্দিন আলীর অসংখ্য গানের থেকে কিছু গান।

১. ও আমার বাংলা মা
২.সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
৩.আমায় গেঁথে দাওনা মাগো
৪. ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়
৫. তুমি এমন কোন কথা বলো না
৬. ভালোবাসা আমাদের প্রানের বাঁধন
৭. শত জনমের স্বপ্ন তুমি
৮. ভেঙ্গেছে পিঞ্জর
৯. বাবা বলে গেলো আর কোনদিন
১০. একবার যদি কেউ
১১.দু:খ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়
১২. জন্ম থেকে জ্বলছি মাগো
১৩. এই দুনিয়া এখন তো আর
১৪.এমনও তো প্রেম হয়
১৫. কেউ কোনদিন আমারে তো কথা দিল না
১৬. সবাই বলে বয়স বাড়ে
১৭. চোখের নজর এমনি কইরা
১৮. হায়রে কপাল মন্দ
১৯. আছেন আমার মুক্তার
২০. যেটুকু সময় তুমি থাকো পাশে
২১. সুখে থেকো ও আমার নন্দিনী
২২. যে ছিল দৃষ্টির সীমানায়
২৩. হয় যদি বদনাম হোক আরো
২৪. বন্ধু তিন তোর বাড়ি গেলাম
২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
২৬. কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল
২৭. আমার কবরে তুমি দিওনা ফুল
২৮. বন্ধু এ অন্ধ হৃদয়
২৯. আকাশের সব তারা ঝরে যাবে
৩০. একটা কথা জানে আমার মন

৩১. এ জীবন তোমাকে দিলাম
৩২. কারো আপন হতে পারলিনা অন্তর
৩৩. দু:খ চির সাথীরে সুখ তো আসে যায় রে।
৩৪. হারানো দিনের মতো।
৩৫. শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে।
৩৬. আমার মনের ভিতর অনেক জ্বালা
৩৭. কিবা যাদু জানো
৩৮. চিটি এলো জেল খানাতে অনেক দিনের পর।
৩৯.আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন।
৪০.সে আমার ভালোবাসার আয়না

এছাড়াও রয়েছে আলাউদ্দিন আলীর সুরে অনেক জনপ্রিয় গান। বাংলা গানের সোনালী গানের সুরকার বলা হয় আলাউদ্দিন আলীকে।
সুর সাধনার মধ্যদিয়ে তিনি মিশে আছেন এবং বেঁচে আছেন এদেশের মানুষের অন্তরে।
এমন সব চিরসবুজ গান এখন থেকে শুনতে পাবেন এই চ্যানেলে। তাই ভাল গান, বাংলা গান শোনার জন্য “alauddin ali treasure” এই ইউটিউব চ্যানেলটি subscribe করার জন্য আহবান করছি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles