– মোঃ মোশারফ হোসেন মুন্না।
বিনোদন ও সঙ্গীত প্রিয় শ্রোতা ভাই বন্ধুরা আপনাদের জন্য আবারো আজ নিয়ে এসেছি জিপি মিউজিকের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গানগুলো। আপনাদের ভালো লাগা দিয়ে বিচার করা হয় মিউজিকের সবচেয়ে বেশি গ্রহনীয়
গান কোন গুলো। গত সপ্তাহের জিপি মিউজিকে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া ট্র্যাক গুলো নিয়ে আবারো সাজানো হয়েছে জিপি মিউজিকের বিলবোর্ড টপ ২০। গত সপ্তাহে বেশি স্ট্রিম হওয়া ট্র্যাক হলো তাহসান, তানজিব মালা সাজিদ, মিনার রহমান সহ প্রিয় আর্টিস্টের দারুন সব গ্রামীণ ননস্টপ ট্র্যাক। এ সময়ের তরুণ জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসানের অপ্রাপ্তি গানটি এবারের বিলবোর্ডে নাম্বার ওয়ানে ওঠে এসেছে। যা ছিল গত সপ্তাহে দ্বিতীয়
স্থানে। তানজিব সারোওয়ারের লজ্জাবতী গানটি এবার আছে দ্বিতীয় স্থানে। শিল্পী মালার গাওয়া তোর মনেতে গানটি আছে তিন নাম্বারে। গত সাপ্তাহে সাজ্জাদ ও মিনার রহমানের দুরে দাড়িয়ে গানটি ছিল এক নাম্বারে যা আজ
আছে চার নাম্বারে। এলিটা ও মেহেদীর গাওয়া অনুভুতি গানটি এবার স্থান পেয়েছে পাচঁ নাম্বারে। যা গত সপ্তাহে ছিল চার নাম্বারে। ছয় নাম্বারে আছে আরেফিন রুমীর পাগল হয়ে যাই। যা গত সপ্তাহে ছিল পাচঁ নাম্বারে। প্রত্য়য়
খানের সূতা কাটা ঘুড়ি এবারের বিলবোর্ডে সাত নাম্বারে স্থান পেয়েছে। যা গত সপ্তাহে ছিল নয় নাম্বারে। আট নাম্বারে আছে মিনার রহমানে আবার গানটি। নয় নাম্বারে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ ও ঐশীর তোকে চাই। ইমরানের
গাওয়া প্রিয় অভিমান আছে ১০ নাম্বারে। কাজী শুভর বউ এনে দে গানটি ১১ নামারে আছে। যা ছিল গত সপ্তাহে সাত নম্বারে। ১২ নাম্বারে এখনো তোর চোখে গেয়েছেন শাওন গানওয়ালা। ১৩ নাম্বারে সভ্যতার মায়া। বাপ্পা মজুমদারের
তুমি ডাক্তার গানটি আছে ১৪ নাম্বারে। যা গত সপ্তাহে ছিল ১০ নাম্বারে। ১৫তম গানটি হলো আকাশ এবং তুমি গেয়েছেন জয় শাহরীয়ার ও এলিটার। তাহসানের গাওয়া হাত রাখো হাতে ১৬ নাম্বারে। ১৭ তম স্থানে আছে ইমরানের
আমার ইচ্ছে কোথায়। ১৮, ১৯, ২০ তম গানে আছে লজ্জা, যায়না ভুলা ও সামবডি। গেয়েছেন ফাহমিদা, কনা ও এক্সফার।
বিলবোর্ড ২০ তে ওঠে আসা স্ট্রিম হওয়া গান গুলোর তালিকা নিচে দেওয়া হলো।
১। অপ্রাপ্তি- তাহসান।
২। লজ্জাবতী- তানজীব সারোওয়ার।
৩। তোর মনেতে-মালা।
৪। দুরে হারিয়ে-সাজিদ ও মিনার রহমান।
৫। অনুভুতি – এলিটা ও মেহেদী।
৬। পাগল হয়ে যাই-আরেফিন রুমি।
৭। সূতা কাটা ঘুড়ি- প্রত্তয় খান।
৮। আবার- মিনার রহমান।
৯। তোকে চাই- আসিফ ও ঐশী।
১০। প্রিয় অভিমান- ইমরান।
১১। বউ এনে দে- কাজী শুভ।
১২। এখনো তোর চোখে- শাওন। গানওয়ালা।
১৩। মায়া- সভ্যতা।
১৪। তুমি ডাক্তার- বাপ্পা মজুমদার।
১৫। আকাশ এবং তুমি-জয় শাহরীয়ার।
১৬। হাত রাখ হাতে- তাহসান।
১৭। আমার ইচ্ছে কোথায়-ইমরান।
১৮। লজ্জা- ফাহমিদা।
১৯। যায়না ভুলা- কনা।
২০। সামবডি- এক্সফার।