– মোঃ মোশারফ হোসেন মুন্না।
গত সপ্তাহের ৮-১২ জুলাইয়ে জিপি মিউজিকে সবচেয়ে বেশী স্ট্রিম হওয়া ট্র্যাক গুলো নিয়ে সাজানো হয়েছে জিপি মিউজিকের বিলবোর্ড টপ ২০। এই বিলবোর্ডে সবচেয়ে বেশি আলোচিত ট্র্যাকে উঠে এসেছিল ইমরান, মিনার,
তাহসান, কনা, তানজীব সহ প্রিয় আর্টিস্টের দারুন সব গ্রামীণ ননস্টপ ট্র্যাক। এই সপ্তাহে সবচেয়ে বেশি হিট হওয়া ট্র্যাক নিয়ে সাজানো হয়েছে এ সপ্তাহের বিলবোর্ড টপ ২০। এ সপ্তাহে সেরা গান ও শিল্পী রাউন্ডের প্রথম দিকে
চলে এসেছে সাজ্জাদ, তাহসান, আসিফ আকবর, ঐশী, এলিটা, মেহেদী, ইমরান সহ আরো জনপ্রিয় শিল্পী। এ সময়ের তরুণ জনপ্রিয় শিল্পী সাজ্জাদ ও মিনার রহমানের ‘দুরে হারিয়ে’ এসপ্তাহের নাম্বার ওয়ানে ওঠে এসেছে,
যা গত সপ্তাহে তিন নাম্বারে ছিল। তাহসানের অপ্রাপ্তি গানটি আছে দ্বিতীয় স্থানে, যা গত সপ্তাহে ও দ্বিতীয় ছিল। আসিফ আকবর ও ঐশীর গাওয়া ‘তোকে চাই’ গানটি বিলবোর্ডের তিন নং স্থানে আছে, যার স্থান গত সপ্তাহে ছিল
বিশের পরে। এলিটা ও মেহেদীর ‘অনুভুতি’ গানটি আছে ৪ নং এ যা গত সপ্তাহে ও একই স্থানে ছিল। গত সপ্তাহের নাম্বার ওয়ান গান ছিল ইমরান ও ন্যান্সির ঠিক বেঠিক যা এ সপ্তাহে ৫ নাম্বারে। বিলবোর্ডের ৬ নং আছে,
গত সপ্তাহে ৬ নং থাকা আরেফিন রুমির ‘পাগল হয়ে যাই’। কাজী শুভর ‘বউ এনে দে’ গানটি এবার স্থান পেয়েছে বিলবোর্ডের ৭ নাম্বারে। গত সপ্তাহে ৫ নাম্বারে থাকা কনার ‘যায়না ভুলা’ গানটি এবার আছে ৮ নাম্বারে। প্রত্যয় খানের ‘শূতা কাটা ঘুড়ি’ গানটি গত সপ্তাহের চেয়ে বেশি শ্রোতা প্রিয় হয়েছে। গত সপ্তাহে ছিল ১২ নাম্বারে। এ সপ্তাহে এসেছে ৯ নাম্বারে। ১০ এ আছে বাপ্পা মজুমদারের ‘তুমি ডাক্তার’। ১১তম স্থানে আছে গত সপ্তাহের ১৪ নাম্বারে থাকা জয় শাহরিয়ারের ‘ভালোবাসার কোন মানে নেই’। ১২তে আছে সালমার ‘হৃদয়ের নাউ’। ১৩তে আছে নির্জয় চৌধুরীর ‘চোখের কোনে’। মেহেদী এফ টি মিজানের ‘তুমি রৌদ্দুর’ আছে ১৪তম স্থানে। ১৫তম হলো সাজ্জাদ ও মিফতাহ জামানের ‘কত কিছু বাকি’। ‘উৎসবের বাংলাদেশ’ বুশরা শাহরিয়ারের এ গানটি আছে ১৬ তম স্থানে। ‘দে দে পাল তুলে দে’ জনপ্রিয় গায়ীকা ঐশীর এ গানটি আছে ১৭তম স্থানে। ১৮তে আছে রিঙ্গু বসুর ‘ভাল্লাগেনা’ গানটি। এক শহর ভালোবাসা ও ভালোবাসি গানটি দু’টি আছে বিলবোর্ড টপ ২০ ‘র ১৯, ২০তম স্থানে।
এসপ্তাহে জিপি বিলবোর্ড ২০ তে থাকা গানের তালিকা নিচে দেওয়া হলো শ্রোতাদের জন্য।
১। দুরে হারিয়ে- সাজ্জাদ সরকার ফিচারিং মিনার রহমান।
২। অপ্রাপ্তি – তাহসান।
৩। তোকে চাই- আসিফ আকবর ও ঐশী।
৪। অনুভুতি – এলিটা ও মেহেদী।
৫। ঠিক বেঠিক- ইমরান ও ন্যান্সি।
৬। পাগল হয়ে যাই- আরেফিন রুমি।
৭। বউ এনে দে – কাজী শুভ।
৮। যায়না ভুলা- কনা।
৯। শূতা কাটা ঘুড়ি- প্রত্যয় খান।
১০। তুমি ডাক্তার – বাপ্পা মজুমদার।
১১। ভালোবাসার কোন মানে নেই- জয় শাহরিয়ার।
১২। হৃদয়ের নাউ- সালমা।
১৩। চোখের কোনে- নির্জর চৌধুরী।
১৪। তুমি রৌদ্দুর- মেহেদী ফিচারিং মিজান।
১৫। কত কিছু বাকি- সাজ্জাদ সরকার ফিচারিং মিফতাহ জামান।
১৬। উৎসবের বাংলদেশ – বুশরা শাহরিয়ার।
১৭। দে দে পাল তুলে দে – ঐশী।
১৮। ভাল্লাগেনা- রিঙ্গু বাসু।
১৯। এক শহর ভালোবাসা- তানজীব সারোওয়ার।
২০। ভালোবাসি- ইয়াতরী।
শুনতে থাকুন আপনার প্রিয় তারকার প্রিয় গানগুলো আর থাকুন পরবর্তী আয়োজনের অপেক্ষায় সঙ্গীতাঙ্গনের সাথে। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়।