– নোমান ওয়াহিদ।
ঢাকার এই পানি পথ করে কলকল,
বষর্ণ হলে থাকে ভরা হাটুজল।
ফাঁকা আছে রাজ পথ থেমে গেছে গাড়ী,
এক মাজা পানি আছে অনেকের বাড়ী৷
রাস্তার পথ হতে গেলে পারাপার,
ভ্যান গাড়িতে মন করে বাজায় গিটার
থেমে গেছে কাজ কাম সময় আছে বলে,
আড্ডা জমানো হয় রাস্তার-ই জলে।
একতালা ভরে আছে বৃষ্টির দান,
ছাদে উঠে কেউ গায় বাদলের গান৷
রাস্তায় চলতে মন নাহি চায়,
খাঁদে পড়ে অনেকেই পপ গান গায়৷
নষ্ট হয়ে যায় সকলের প্যন্ট
বাসায় গেলে আবার বউ বাজায় ব্যান্ড
রাস্তায় চলতে যদি হয় সখ,
খাঁদে খুঁদে পড়ে গিয়ে গান গায় রক।
একাধারে বৃষ্টি হয়ে যায় যদি,
ঢাকার এই পথগুলো বয়ে যায় নদী।