কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
একটা প্রেমের গান শোনাবো
মোহাম্মদ আমিন আলীফ
একটা প্রেমের গান শোনাবো তোমায়
একটা প্রেমের চিঠি দিওগো আমায়।।
একটা গোলাপ গেঁথে দেবো তোমারি খোঁপায়
একটা কথা জেনে রেখো, ভালোবাসি তোমায়।।
একটা স্বপ্ন দেখি রোজ, এই মনটা যে অবুঝ
তোমাকে শুধু পাশে চায়,
বেঁধেছো বলো কি মায়ায়।।
শুধু তোমাকেই রাখি মনের মণিকোঠায়
একটা কথা জেনে রেখো, ভালোবাসি তোমায়।।
একটা আশা শুধু বুকে, হবো আপন সুখেদুঃখে
তোমাকে রাখবো হৃদয়ে,
কখনো যেওনা হারিয়ে।।
শুধু তোমার জন্য আমি বাঁচবো দুনিয়ায়
একটা কথা জেনে রেখো, ভালোবাসি তোমায়।।