– মোঃ মোশারফ হোসেন মুন্না।
নির্মাতা ইফতেখার শুভর কথায় এবং আহমেদ হুমায়ন এর সুর-সঙ্গীতে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে গাওয়া ইমরানের সাথে ঐশীর, অল দ্যা বেস্ট ক্রিকেট বাংলাদেশ, গানটিতে ঐশীকে নতুন করে চিনেছেন সঙ্গীত শ্রোতারা। সুন্দর গায়কীর মাধ্যমে দেশ-বিদেশে পরিচিত হয়েছেন ঐশী। এর আগে ‘সন্ধ্যা নামে জানালায়’ শীর্ষক গানে ঐশী কন্ঠ দিয়েছেন জয় শাহরিয়ারের সাথে। গানটি বেশ জনপ্রিয়তা ও পেয়েছেন। তাছাড়া সাম্প্রতিক চলচ্চিত্রের গান নিয়েও ব্যাস্ত সময় কাটাচ্ছেন তিনি।
শত ব্যস্ততার পাশ কেটেও জনপ্রিয় এই কন্ঠ শিল্পীর সিঙ্গেল লিরিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। লেজার ভিশনের ব্যানারে ‘নীলিমা’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন ঐশী। ফয়সাল রাব্বিকীনের কথায়, জেকে মাজলিশ এর সুর-সঙ্গীতায়জনে ঐশীর এবারের নিবেদন ‘নীলিমা’ এর অফিসিয়াল ভিডিও প্রকাশ করা হবে । ঐশী আশাবাদী যে নীলিমা শিরোনামের গানটি শ্রোতা মহলে বেশ সমাদ্রিত হবে। সুন্দর হোক ঐশীরর আগামীর পথ চলা। জনপ্রিয়তার চরম শীর্ষে অধিষ্ঠিত হোক ঐশীর সুনাম।