asd
Friday, November 22, 2024

শ্রুতিমধুর গান নিয়ে আসছেন কাজী তিতাস…

সঙ্গীতের প্রতিমায় সুরঞ্জলী দিতে সবসময় সুর সাধনায় যে মানুষটি মগ্ন থাকেন তিনি সুর -স্বপ্নময়ী একজন গানের মানুষ কাজী তিতাস।
সেই দূর প্রবাসে তার দেহবাস কিন্তু অন্তর ছুটে আসে বাংলার সুরে বাংলার গানের টানে বারবার।
কাজী তিতাস এবং সঙ্গীত দুজনের মাঝে দীর্ঘপথের যেন অনন্তকালের অনন্ত প্রেম।
তিনি একজন সত্যিকার সঙ্গীতপ্রেমী।
উনার অস্তিত্বে আলাপনে মিশ্রিত সুর-শ্রুতি।
গান নিয়েই স্বপ্ন দেখেন তিনি।
তাই অনেক সুন্দর কিছু গান নিয়ে আসছেন কাজী তিতাস।

প্রথমবারের মতো কাজী তিতাস এর সুরের শ্রুতিময় মেলোডি গান করলেন দেশের জনপ্রিয় এবং স্বনামধন্য সঙ্গীতশিল্পী হাসান আবেদুর রেজা জুয়েল, ফাহমিদা নবী, এবং এস আই টুটুল।

গানগুলো হলো:-
১। এই তো আবার চেনা শহরে
চেনা পথ চেনা প্রহরে
মনে পড়ে যায় সেই হারানো প্রেম
মনে পড়ে যায় সেই হারানো দিন।
কণ্ঠ – হাসান আবেদুর রেজা জুয়েল
গীতিকার- সঞ্জয় মুখার্জি এবং কাজী তিতাস
সুরকার -কাজী তিতাস
সঙ্গীত- বিজয় মামুন
২। রাত ভোর হয়ে তুমিও ফিরে এলে
রঙধনু হয়ে হৃদয়ের আকাশে।
কণ্ঠ – ফাহমিদা নবী
গীতিকার- সঞ্জয় মুখার্জি এবং কাজী তিতাস
সুরকার -কাজী তিতাস
সঙ্গীত -বিজয় মামুন
৩। যদি যেতে চাও, যাও চলে যায়
কোনও অভিনয় করো না
কণ্ঠ – এস আই টুটুল
গীতিকার -সাদাফ হাস্নাঈন মঞ্জুর
সুরকার- কাজী তিতাস
সঙ্গীত- বিজয় মামুন
হাসান আবেদুর রেজা জুয়েল এবং ফাহমিদা নবীর গানের মিউজিক ভিডিও এই প্রথমবারের মত লন্ডনে বানানো হয়েছে যা অচিরেই মুক্তি পাবে পবিত্র ঈদের সময়।
শুভকামনা এবং ভালবাসা কাজী তিতাস এর জন্য। উনার সুর-সাধনা যেন ধন্য হয়।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles