– মোঃ মোশারফ হোসেন মুন্না।
উত্তর আমেরিকার বিভিন্ন শহরে তথা ওটোয়া, মন্ট্রিয়ল, নিউ জার্সি, নিউ ইয়র্কে অনুষ্ঠান করে আজ দেশে ফিরলেন সংগীতশিল্পী মাকসুদুল হক। সফর কালে তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতি শিক্ষার কোনো বিভাগ নেই। এটা খুব জরুরী।
তিনি আরো বলেন, বাংলা গান এখন নানা ভাবে সারা পৃথিবীতে সমাদৃত হচ্ছে। বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছে। দেশের শিল্পীরা বহু বছর আগ থেকেই সারা বিশ্বে পারফর্ম করে বেড়াচ্ছেন।
টরন্টোতে বোনের বাসায় অবকাশ কাটানোর সময় মাকসুদ আরো বলেন, লালন-রবীন্দ্রনাথ আমাদের বাংলা গানের এক ধরণের শেকড়। আমরা সেখান থেকে শাখা-প্রশাখায়, ফুলে-ফলে সমৃদ্ধ করছি। আমাদের নতুন প্রজন্ম নতুন মাত্রা যুক্ত করছে। শিল্পী দেশ সম্পর্কে বলেন, বাংলাদেশ অনেক কিছুতে এগিয়ে গেছে, যাচ্ছে এবং যাবে। আমার দেশ নিয়ে আমি গর্বিত!
জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী উত্তর আমেরিকায় ব্যাস্ত সময় কাটিয়ে দেশে ফিরে আবহাওয়া জনিত কারনে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। তবে এখন কিছুটা আরাম বোধ করছেন।
আমরা সঙ্গীতিপ্রিয় এই ব্যাক্তির সুস্বাস্থ্য কামনা করি।