অনেক মিষ্টি করে যিনি বলতে পারেন, অনেক মিষ্টি করে যিনি গাইতে পারেন, অনেক মিষ্টি করে যিনি ডাকতে পারেন, তিনি এদেশের সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র, শ্রুতিমধুর সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।
প্রত্যেক মানুষেরই বুকের গহীনে ইচ্ছের একটি নদী থাকে, যে নদীর জলগুলো কখনো সুখ কখনো বা দু:খের স্রোত হয়ে চোখে ভাসে। এমনই ইচ্ছের গল্প নিয়ে শ্রদ্ধেয়া ফাহমিদা নবীর জন্য ‘ইচ্ছে গুলো’ শিরোনামে গানটি লিখেছেন এ প্রজন্মের তরুণ মেধাবী গীতিকবি জিয়াউদ্দীন আলম।
জিয়াউদ্দীন আলম এর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সজীব দাশ।
জিয়াউদ্দীন আলম লিখেছেন, এই প্রথম আমার কথা ও সুরে কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠ শিল্পী ফাহমিদা নবী। ‘ইচ্ছে গুলো’ শিরোনামে অসাধারন গানটির মিউজিক কম্পোজিশন করেছেন সজীব দাশ, আসছে ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এক্সক্লুসিভ জিপি মিউজিকে গানটি শুনতে পাবেন। এবং ফাহমিদা নবী সঙ্গীতাঙ্গনকে ‘ইচ্ছে গুলো’ শিরোনামে এই চমৎকার গানটির বিষয়ে বলেন, গানটি খুব সুন্দর কম্পোজ হয়েছে। শ্রোতারাই বলতে পারবেন কেমন লাগলো ? অপেক্ষায় থাকলাম…
ফাহমিদা নবীর সু’মধুর কণ্ঠে আমাদের সবার ‘ইচ্ছে গুলো’ মধুর সুরধ্বনি হবে এই প্রত্যাশা সবসময়। সুর হোক সু’মধুর, শ্রুতিময়।