দেশের জনপ্রিয় ব্যান্ড গুলোর মধ্যে নিজেদের ভিন্ন প্রয়াস এবং নিজস্ব মৌলিক গানের মাধ্যমে ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন চিরকুট ব্যান্ড। চলচ্চিত্র, অডিও এবং স্টেজ শো এর মাধ্যমে এখন অনেক ব্যস্ত এই প্রজন্মের জনপ্রিয় এই ব্যন্ড দল।
উধাও, নামেই যেন এক ভিন্নবর্ণ। চিরকুট সবসময় তাদের গানের কথা, সুর, সঙ্গীত এবং গায়কীতে আলাদা কিছু বিষয়ভিত্তিক রাখার চেষ্টা করেন।
এজন্য গান প্রিয় মানুষেরাও মনে করেন চিরকুট মানেই ভাল কিছু গান।
আসছে ঈদে প্রকাশ পাবে চিরকুট এর তৃতীয় এ্যালবাম ‘উধাও’। চিরকুট ব্যান্ড এর পূর্বের দুটি এ্যালবাম চিরকুটনামা এবং জাদুর শহর।
অনেক স্বপ্ন, পরিশ্রম এবং ভাল কিছু গান করার বিশ্বাস নিয়ে এই ৩য় এ্যালবাম ‘উধাও’ এর কাজ করেছেন চিরকুট ব্যান্ড এর সদস্যরা। এ্যালবাম এর গান তৈরির কাজ শেষ। এই এ্যালবামের জন্য গানগুলো চূড়ান্ত ভাবে তৈরি (মাস্টারিং) করা হয়েছে যুক্তরাজ্যে।
অনেক দিন ধরেই চিরকুট ব্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। তাই আন্তর্জাতিকভাবে এ্যালবামটি প্রকাশের প্রত্যাশায় অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নতমানের মিউজিক, রেকর্ডিং এর জন্য তারা এ্যালবাম (মাস্টারিং) করেছেন যুক্তরাজ্যে।
আগামী কয়েক দিনের মধ্যেই ইয়োন্ডার মিউজিকের অ্যাপ থেকে চিরকুটের নতুন এ্যালবাম এর গানগুলো শ্রোতারা শুনতে পাবেন। আর ঈদের পর অডিও সিডি আকারে এ্যালবামটি প্রকাশ করা হবে।
‘উধাও’ এ্যালবামে গান আছে ছয়টি। গানগুলোর শিরোনাম টিভি, নিয়ম বুঝি না, উধাও, তারুণ্য, কেউ জোনাক জ্বেলে আর কাঁটাতার।
‘উধাও’ চিরকুটের সকল সদস্যদের সাধনার সুরস্বপ্ন। এই সুর সকল শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিবে এই শুভকামনা।