Wednesday, October 15, 2025

আজ সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর শুভ জন্মদিন…

দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। প্রেম-বিরহের গান সহ মৌলিক, লোকসঙ্গীত, জীবনমুখী গানের মাধ্যমে তিনি সঙ্গীতের উচ্চপর্যায়ের একটি অবস্থান তৈরি করেছেন। তার ভরাট কণ্ঠ এবং বিশুদ্ধ উচ্চারণ এর মাধ্যমে তিনি শ্রোতামন জয় করে নিয়েছেন ক্যারিয়ার এর শুরুতেই।

‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ এই একটি গানই বদলে দেয় কুমার বিশ্বজিৎ এর জীবন। এরপর ‘তুমি রোজ বিকেলে, যেখানে সীমান্ত তোমার, শিকারি, ও ডাক্তার, ইতিহাস, জ্বালাইয়া প্রেমের বাত্তি, অন্তর জ্বলে, একটা চাঁদ ছাড়া রাত, প্রেমের মানুষ, সহ চলচ্চিত্রে এবং অডিও তে অসংখ্য কালজয়ী গান তিনি করেছেন।
গান গেয়ে জাতীয় পুরস্কার সহ পেয়েছেন একাধিক সম্মাননা পুরস্কার ও মানুষের ভালোবাসা।
আজ কুমার বিশ্বজিৎ জন্মদিন। ১৯৬৩ সালে ১লা জুন তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। সঙ্গীতকে ভালোবেসে ঢাকায় আসেন এখন সঙ্গীতকে সঙ্গী করে ঢাকায় বসবাস করেন।
আজ এই জন্মদিনের তাঁর প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
গানে গানে ভরে থাকুক কুমার বিশ্বজিৎ এর জীবন।
শুভ জন্মদিন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

betwinner melbet megapari megapari giriş betandyou giriş melbet giriş melbet fenomenbet 1win giriş 1win 1win