প্রিয় পাঠক,
অভিনন্দন এবং ভালোবাসা নিবেদন করছি আপনাদের প্রতি। সঙ্গীতাঙ্গন এর উদ্দেশ্য সবসময়ই দেশের সকল সুরকার, গীতিকার, শিল্পী এবং সব ধরনের মিউজিসিয়ানদের পাশে থেকে আমাদের দেশীয় সঙ্গীতকে অনেক দুর এগিয়ে দুর নিয়ে যেতে। আমরা চাই সঙ্গীতাঙ্গন এর মাধ্যমে যেকোনো গানের আসল স্রষ্টা সম্পর্কে জানুক। এ জন্য আমরা সব সময় আপনাদের সহযোগীতা কামনা করছি।
কারণ দেশের একাধিক চ্যানেলে এ প্রজন্মের শিল্পীরা গানটির স্রষ্টাদের নাম না বলতে পেরে সংগ্রহ বলে থাকেন। এতে গানের মূল স্রষ্টা ব্যথিত হোন, এমন অনেক অভিযোগ প্রতিনিয়ত বাড়ছে। তাই একটি গানের মূল স্রষ্টাকে পাঠকদের সামনে তুলে ধরতে আমরা বহুদিন ধরেই কাজ করে যাচ্ছি, শুধুমাত্র সঙ্গীতকে ভালোবেসে। এবারের বিষয় ‘একটি গানের পিছনের গল্প’ আমাদের অনেক প্রিয় একজন সঙ্গীতপ্রেমী ভাই জনাব মীর শাহ্নেওয়াজ সঙ্গীতাঙ্গন এর মাধ্যমে জানাবেন আমাদের প্রিয় গানের পিছনের গল্প। এবং দেশের বরেণ্য সকল শ্রদ্ধাভাজন শিল্পীগন আপনারাও নিজ দায়িত্বে সঙ্গীতাঙ্গনের মাধ্যমে জানাতে পারেন আপনার নিজ সৃষ্টি অথবা আপনার প্রিয় গানের গল্প। এতে আর এ প্রজন্মের শিল্পীরা ভুল করবেন না গানের স্রষ্টাকে চিনতে।
আসুন সবাই গানের সঠিক ইতিহাস জানতে একতা গড়ি। – সম্পাদক
– তথ্য সংগ্রহে – মীর শাহ্নেওয়াজ…
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
সুরকারঃ লাকী আখন্দ
গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী
এ্যালবামঃ জীবনানন্দ
না ফেরার দেশে চলে গেলেন শ্রদ্ধেয় সংগীত পরিচালক ও শিল্পী লাকী আখন্দ (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। প্রিয় মানুষগুলো বুঝি এভাবেই আমাদের আগে চলে যায় এবং যাবেন। লাকী আখন্দের জন্ম ১৯৫৫ সালে, পুরান ঢাকায়। মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে তিনি নিজের নাম যুক্ত করেন।
এই পোস্টে প্রিয় সংগীত পরিচালক লাকী আখন্দ-এর সুর দেয়া আমার একটি প্রিয় গান নিয়ে লিখলাম। ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন।
আজ এই বৃষ্টির কান্না দেখে…
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
সুরকারঃ লাকী আখন্দ
গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী
এ্যালবামঃ জীবনানন্দ
কাওসার আহমেদ চৌধুরীর কথায় গজল আঙ্গিকের ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়’ গানটি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে যে ক্ল্যাসিক্যাল সুরের উপর তৈরী করে লাকী আখন্দ তুলে দিয়েছিলেন তাতেই প্রমাণ হয় লাকি আখন্দ কতটা সঙ্গীত প্রেমিক ছিলেন। আপাদমস্তক রোমান্টিক বলেই গানটি কালজয়ী।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমার
অশ্রু ভরা দুটি চোখ,
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি;
কতো দূরে যাবে বলো,
কতো দূরে যাবে বলো?
তোমার পথের সাথী হবো আমি…
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি;
কোন দূরে যাবে বলো,
কোন দূরে যাবে বলো?
তোমার চলার সাথী হবো আমি…
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমার
অশ্রু ভরা দুটি চোখ,
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।
অলংকরন – গোলাম সাকলাইন…