প্রিয় পাঠক,
অভিনন্দন এবং ভালোবাসা নিবেদন করছি আপনাদের প্রতি। সঙ্গীতাঙ্গন এর উদ্দেশ্য সবসময়ই দেশের সকল সুরকার, গীতিকার, শিল্পী এবং সব ধরনের মিউজিসিয়ানদের পাশে থেকে আমাদের দেশীয় সঙ্গীতকে অনেক দুর এগিয়ে দুর নিয়ে যেতে। আমরা চাই সঙ্গীতাঙ্গন এর মাধ্যমে যেকোনো গানের আসল স্রষ্টা সম্পর্কে জানুক। এ জন্য আমরা সব সময় আপনাদের সহযোগীতা কামনা করছি।
কারণ দেশের একাধিক চ্যানেলে এ প্রজন্মের শিল্পীরা গানটির স্রষ্টাদের নাম না বলতে পেরে সংগ্রহ বলে থাকেন। এতে গানের মূল স্রষ্টা ব্যথিত হোন, এমন অনেক অভিযোগ প্রতিনিয়ত বাড়ছে। তাই একটি গানের মূল স্রষ্টাকে পাঠকদের সামনে তুলে ধরতে আমরা বহুদিন ধরেই কাজ করে যাচ্ছি, শুধুমাত্র সঙ্গীতকে ভালোবেসে। এবারের বিষয় ‘একটি গানের পিছনের গল্প’ আমাদের অনেক প্রিয় একজন সঙ্গীতপ্রেমী ভাই জনাব মীর শাহ্নেওয়াজ সঙ্গীতাঙ্গন এর মাধ্যমে জানাবেন আমাদের প্রিয় গানের পিছনের গল্প। এবং দেশের বরেণ্য সকল শ্রদ্ধাভাজন শিল্পীগন আপনারাও নিজ দায়িত্বে সঙ্গীতাঙ্গনের মাধ্যমে জানাতে পারেন আপনার নিজ সৃষ্টি অথবা আপনার প্রিয় গানের গল্প। এতে আর এ প্রজন্মের শিল্পীরা ভুল করবেন না গানের স্রষ্টাকে চিনতে।
আসুন সবাই গানের সঠিক ইতিহাস জানতে একতা গড়ি। – সম্পাদক
– তথ্য সংগ্রহে মীর শাহ্নেওয়াজ…
“আগে যদি জানিতাম”
গীতিকার ও সুরকারঃ লাকী আখন্দ
দেশের জনপ্রিয় সুরকার, শিল্পী ও সংগীত পরিচালক লাকী আখন্দ। দীর্ঘদিন ক্যানসার রোগে ভোগার পর গত ২১ এপ্রিল, ২০১৭ তারিখে তিনি মারা যান। অসুস্থতাবস্থায় দেশ ও দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লাকী আখন্দ। গত ২২শে আগস্ট রাজধানী ঢাকা’র ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছিলেন লাকী আখন্দ। সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হোল।
এনটিভি অনলাইন : কেমন আছেন আপনি ?
লাকী আখন্দ : শরীর ভালো নেই। চিকিৎসকরা বলেছেন কেমো দেয়া শেষ হলে পাহাড়ে গিয়ে থাকতে। এই কথা শুনে প্রথমে ভেবেছি শহর ছেড়ে কীভাবে থাকব? কিন্তু এখন ভাবছি পাহাড়ে থাকতে হবে। সুস্থ হওয়ার পর দার্জিলিং যাওয়ার কথা ভাবছি।
এনটিভি অনলাইন : আপনার বহু গান জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মধ্যে একটি গান হলো ‘আগে যদি জানিতাম’। এই গানটি কাকে ভেবে লিখেছিলেন ?
লাকী আখন্দ : আমার ভালোবাসার মানুষটির কথা ভেবে গানটি লিখেছিলাম। সম্ভবত কোনো এক রাতে হঠাৎ করে গানটি লিখি। গানটি লেখার পরেই সুর করেছিলাম। সুর আর পরিবর্তন করিনি।
এনটিভি অনলাইন : আপনার ভালোবাসার মানুষটি কে ছিলেন, সেটা কি বলা যাবে ?
লাকী আখন্দ : (একটু ভেবে) বাংলাদেশের অভিনেত্রী ও সংগীতশিল্পী শম্পা রেজা।
এনটিভি অনলাইন : গানটি শোনার পর শম্পা রেজা কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছিলেন ?
লাকী আখন্দ : শম্পা জানত গানটি আমি ওকে নিয়ে লিখেছি। কিন্তু গানটা শোনার পর ওর অনুভূতি কেমন ছিল এটা কখনো জিজ্ঞাসা করা হয়নি।
এনটিভি অনলাইন : শুনেছি হাসপাতালে গিটার বাজিয়ে এই গানটিই আপনি বেশি গেয়েছেন ?
লাকী আখন্দ : কথা সত্য। এটা আমার অনেক প্রিয় একটা গান। – তথ্য সংগ্রহে মীর শাহ্নেওয়াজ…
১) আগে যদি জানিতাম / বাপ্পা মজুমদার
https://www.youtube.com/watch?v=ob3SSVOjMXE
২) আগে যদি জানিতাম / ফেরদৌস ওয়াহিদ ও সাবিনা ইয়াসমিন
https://www.youtube.com/watch?v=7XjE4DdgvR0
৩) আগে যদি জানিতাম / ফেরদৌস ওয়াহিদ
https://www.youtube.com/watch?v=NEOtrgQpBDg