কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
এই মন আকাশে তাঁরার বিন্যাসে,
তুমিই ছিলে একটি চাঁদ ।
কোন সে অজানায় মিথ্যে মোহনায়,
দিয়ে গেলে তুমি অপবাদ -॥
এতো যে আশা ভালো বাসা,
জীবন ধারা সুখেই ভরা।
কি সুখ পেলে কোন সে কুলে,
জীবন কেন পথ হারা-।
মিথ্যে অভিনয় ভেঙ্গে যে হৃদয়;
হয় কি পূরণ সুখেরই সাধ-
এই মন আকাশে…….চাঁদ-।।
কতো যে সুখে মাথা বুকে,
গল্প গানে দিতে যে ভরে।
ভুলেই গেলে খেলার ছলে,
মনটা কাঁদে শূণ্য ঘরে –
সয়না যন্ত্রনা বিরহ গঞ্জনা;
ভুলে কি পেলে সুখেরই বাঁধ –
এই মন আকাশে………চাঁদ-॥