সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা…
‘এসো মিষ্টি করে নতুন দিনের গান গেয়ে যাই
এই নববর্ষে নতুন করে জীবন সাজাই।’
- সবাইকে পহেলা বৈশাখ এর শুভেচ্ছা।
অনেক স্বপ্ন, আশা এবং প্রতিক্ষা প্রতিশ্রুতির পূরণ অপূরণের পালা শেষে সবার জীবন থেকেই ইতি টেনে মহা স্মৃতির প্রচ্ছদ এঁকে বিদায় নিলো একটি বাংলা বছর। নতুন করে সকল বাঙ্গালীদের জাগ্রত করে এলো বাংলা নতুন একটি দিন; নতুন বছরের আগমনে।
সময়ের পরিক্রমায় বর্ষবরণ উৎসব এখন বাঙ্গালী সবচাইতে বড় উৎসব। এই প্রাণের উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ সত্যি উল্লেখ করার মত। দিনটির মাঝে আছে জড়িয়ে আমাদের শেকড়। আজ নতুন করে খোলা হবে শুভ হাকখাতা। নতুন স্বপ্নিল আশায় বুক বাঁধবে সবাই।
সেই কাঁমাড়, কুমার, তাতি, জেলে, রোদ-বৃষ্টিকে নিত্যসঙ্গী করে কৃষক এই সাধারণ জনপদের জীবনধারা থেকে উৎপত্তি হওয়া আমাদের ইতিহাস। বাঙালী অপূর্ব জীবনবোধ সৃষ্টির রহস্য প্রচণ্ড আগ্রহের স্থান। আত্মঅনুসন্ধানে নতুন উপলদ্ধি নতুন বৈশাখ; নববর্ষ আমাদের আত্মপরিচিতি। সবাই সুখে,শান্তিতে থাকুন। শুভ নববর্ষ।
অলংকরন – গোলাম সাকলাইন…