কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
খুঁজে পাবি আমাকে
নিলুফার নাসরিন শিউলী
আস্তে আস্তে তোর কাঁস্তে ভুরু
যুগল কোরে নেনা,
ফোঁটায় ফোঁটায় ওই নাকের ডগায়
জমুক শিশির কণা।
চোখের পাতা দুটি কিঞ্চিত নামিয়ে
তারপর ভাল কোরে ভেবে দেখনা।।
পাবি পাবি পাবি খুঁজে পাবি।
মুখফুটে আমাকেই বলতে হবে না সব
নিজেই খুঁজে পাবি করবি অনুভব।।
ডুবে ডুবে খেয়েছিস কতখানি জল
ভাবলে হবে ভুল আমি বুঝি না
রে না না।
দ্বীধা কেন আর তবে কেন দূরে থাকা হয়
সরাসরি চোখে চোখ রাখলেই ভাল হয়।।
লজ্জায় লাল হওয়া আর কি মানায়
ভয় পেয়ে পালানো তোর সাজে না
রে না না।