কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
রংধনু নূপুর
©উজ্জ্বল আবির
রংধনু নূপুর, টাপুর টুপুর
বৃষ্টি শেষে …
রোদকন্যা আসে জলকনায়
ভেসে হেসে হেসে …!
এসো দাঁড়াই রাঙা রোদে
বৃষ্টিস্নানের পরে …
বেছে নাও রঙ তোমার মেলায়
রঙধনু পাখায় চড়ে..!!
এ যেন আলোর উৎসবে
ঝলমলে তারার তরঙ্গ …
এসো নামাই সব তারা,
ধরে আনি সব আলো …
সব রঙ ..!!
রংধনু নূপুরে ধরে রাখ
তোমার আলো, তোমার রঙ ..!!
নির্ভীক পায়ে হেটে যাও তুমি
বিশ্ব রাঙিয়ে…
দুনিয়া ছাড়িয়ে ..!!
রংধনু নূপুর, টাপুর টুপুর
বৃষ্টি শেষে …
রোদকন্যা আসে জলকনায়
ভেসে বীরের বেশে ..!!