বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী বিখ্যাত সুর স্রষ্টা শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। তিনি সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী অমর গান। যা বাংলাদেশ ভারত সহ সারা বিশ্বে সমান জনপ্রিয়। আলাউদ্দিন আলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখন কিছুটা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন।
ওনার ফিরে আসায় উজ্জ্বলিত সঙ্গীতাঙ্গন। আলাউদ্দিন আলী সঙ্গীতজ্ঞদের প্রেরণা এবং আর্শিবাদ। তিনি তার নিজ ফেসবুক ‘সোশ্যাল মিডিয়া’ এর মাধ্যমে তিনি সঙ্গীতের বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন।
ওনার ইতিবাচক বক্তব্য সবার নিকট শিক্ষণীয়। তিনি লিখেছেন –
যার কান ভালো, তার গানও ভালো।
আরও বলেছেন, ‘গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সাউন্ড রেকর্ডার সবার জন্য এই কথা প্রযোজ্য। কারণ ভালো কিছু শুনলে বা জানলে ভালো কিছু শিক্ষা পাওয়া যায়।’
আলাউদ্দিন আলী বোঝাতে ছেয়েছেন, ‘যার শ্রুতি এবং শ্রবণ শক্তি মধুর, তার সৃষ্টিও সুন্দর। আমরা আলাউদ্দিন আলীর সুস্বাস্থ্য কামনা করি।
অলংকরন – মাসরিফ হক…