কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
তুই হীনা
মোঃ ইয়াসিন
তুইহীনা জীবনে নেই কোন আঁশা
তোরে নিয়ে বাঁধি এ বুকেতে বাঁসা,
ভালোবাসা আছে যতো জমা মনের ভেতর
সবই দেব উজাড় করে করবোনা তোকে পর,
মনে প্রাণে বলি তোকে ভালোবাসি আমি
তোর চেয়ে ভুবনে কেউ নেই তো দামী,
মন যে চায় তোরই হাসিতে সপ্ন সাজাই
সুখের-ই বাসরে দিন তোকে নিয়ে কাটাই,
ভালোবাসা আছে যতো জমা মনের ভেতর
সবই দেবো উজাড় করে করবোনা তোকে পর,
মনে প্রাণে বলি তোকে ভালোবাসি আমি
তোর চেয়ে ভুবনে কেউ নেই তো দামী,
তুই আছিস ছড়িয়ে আমার চারিদিক ঘিরে
যেদিকে তাকাই দেখি শুধু আমি তোরে,
ভালোবাসা আছে যতো জমা মনের ভেতর
সবই দেব উজাড় করে করবোনা তোকে পর,
মনে প্রাণে বলি তোকে ভালোবাসি আমি,
তোর চেয়ে ভুবনে কেউ নেই তো দামি।