আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : শওকত আলী ইমন (সংগীত পরিচালক এবং কণ্ঠশিল্পী)।
বাজাই : কি-বোর্ড, গীটার।
জন্ম তারিখ : ১৯শে জুলাই।
জন্ম স্হান : নয়াপল্টন ঢাকা।
রাশি : কর্কট।
প্রিয় শিল্পী : (দেশে) – অনেকেই আছেন এক একজন এক এক ক্ষেত্রে, নির্দিষ্ট ভাবে বলাটা খুবই কঠিন।
প্রিয় শিল্পী : (বিদেশে) – অনেকেই আছেন এক একজন এক এক ক্ষেত্রে, নির্দিষ্ট ভাবে বলাটা খুবই কঠিন।
প্রিয় ব্যান্ড : (দেশে) – মাইলস, ফিডব্যাক, রেনেসাঁ, ওয়ারফেইজ…।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – এখানেও নির্দিষ্ট ভাবে বলাটা খুবই কঠিন, করণ আমি সারা বিশ্বের বিভিন্ন দেশের অনেক অখ্যাত কুখ্যাত ব্যান্ডের গানও শুনি আমার আত্মতৃপ্তির জন্য।
প্রিয় গান : প্রিয় গান এর তালিকা অনেক…আর নিজের প্রিয় গানটি আজ অবধি তৈরি করতে পারিনি।
প্রিয় রং : নীল … কিন্তু পোশাকের ব্যাপারে কালো রঙটাই বেশী পছন্দের।
প্রিয় ফুল : অর্কিড।
স্বপ্ন স্হান : যে কোন সমুদ্রসৈকত।
আমার লক্ষ্য : বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়া।
আমার দুঃখ : এই দেশের নিজস্ব সংস্কৃতি বর্তমানে হুমকির মুখে কিছু স্বার্থান্বেষী মানুষের জন্যে।
ভয় পাই : আল্লাহকে।
সবচেয়ে ভালবাসি : সংগীতকে।
সবচেয়ে ঘৃনা করি : মিথ্যাবাদী মানুষদের। যাদের চেহারা আমি প্রায়শেই চিনতে ভুল করি।
সবচেয়ে বড় বন্ধু : আমার প্রতিটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট।
সবচেয়ে বড় শত্রু : স্যাটেলাইট চ্যানেল (পার্শ্ববর্তী দেশের)।
আমার কাছে ভালবাসা : ভালবাসা নিয়ে আমার চিন্তা সরল রৈখিক। মানুষের মৌলিক হৃদয়বৃত্তিই ভালবাসা। ভালবাসার কোনো শ্রেণী নেই, থাকাও উচিত নয়। বাবামায়ের জন্য সন্তানের ভালবাসা, বোনের জন্য ভাইয়ের ভালবাসা, স্বমীর জন্য স্ত্রীর ভালবাসা, বন্ধুর জন্য বন্ধুর ভালবাসা, এমনকি প্রকৃতি ও ব্যাক্তিবিশেষকে ভালোলাগাও ভালবাসা হতে পারে। (একটু বেশিই বলে ফেললাম)।
আমার কাছে সৌন্দর্য : যদি প্রবাদ আছে “আগে দর্শনধারী, পরে গুন বিচারী”, কিন্তু আমার মতে শুধু রূপ লাবণ্যই সৌন্দর্য নয়। মানুষের মনের সৌন্দর্যটাকে আমি বেশী প্রাধান্য দিয়ে থাকি।