কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
আমিও মূর্খ
কথা: গুঞ্জন চৌধুরী
সুর ও কণ্ঠ: সুজন আরিফ
আকাশ ঝুলছে কালো জানালার ফ্রেমে
দুলছে সময় অবহেলা-অপ্রেমে
নড়ছে কড়া বাড়ছে ব্যবধান
জীবন খুঁজছে পলায়নে পরিত্রাণ
ভাঙছে জীবন ডুবোজলে মাস্তুল
ডাকছে মরণ, ভাঙছেনা তবু ভুল
নামতা গুনছি আমতা আমতা স্বরে
আমজনতার কামনায় ঘুন ধরে
যে আছো যেখানে, সেখানেই থাকো স্থির
ভুল সময়ের প্যাঁচে পড়ে মহাবীর
টিটকারি দেয় বরমালাটার ফুল
ডাকছে মরণ, ভাঙছেনা তবু ভুল
মুক্তোমালার কারবারী শাখামৃগ
মূর্খতাকেই কৃষ্টি বানিয়েছি গো
শুনছে না যে কেউ, বলছে শতমুখে
আমিও মূর্খ, গেয়ে যাই মহাসুখে
নিজেই নিজের ধ্বংসেতে মশগুল
ডাকছে মরণ, ভাঙছেনা তবু ভুল ।।