আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : ফাহমিদা নবী।
ব্যান্ড : আধুনিক, মেলোডী গানের প্রতিই আকর্ষন বেশী। এছাড়াও নজরুল, রবীন্দ্র সঙ্গীতও করে থাকি।
বাজাই : তানপুরায় চর্চা করতাম।
জন্ম তারিখ : ৪ঠা জানুয়ারী।
জন্ম স্হান : দিনাজপুর নানার বাড়ি।
রাশি : মকর।
প্রিয় শিল্পী : (দেশে) – মাহমুদুন নবী, শাহনাজ রহমতুল্লাহ, সামিনা, বাপ্পা।
প্রিয় শিল্পী : (বিদেশে) – সারলী বেসী, কার্পেন্টারস, এ্যাবা।
প্রিয় ব্যান্ড : (দেশে) – রেনেসাঁ, মাইলস।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – এ্যাবা।
প্রিয় গান : প্রিয় গানের অনেক লম্বা লিস্ট।
প্রিয় রং : সব রং প্রিয়, সময়ের ভিত্তিতে।
প্রিয় ফুল : যেই ফুল দেখি তাই ভাল লাগে, দোলন চাঁপার প্রতি একটু আকর্ষন বেশী।
স্বপ্ন স্হান : আকাশ পাহাড় সমুদ্র সব সময় টানে।
আমার লক্ষ্য : ভাল গান করতে চাই, যতদিন বেঁচে আছি। ভাল কাজ।
আমার দুঃখ : দুঃখতো মানুষকে তৈরী করে, দুঃখ ছাড়া হয় কি মানুষ ?
ভয় পাই : মানুষকে।
সবচেয়ে ভালবাসি : ভালবাসি সবটাই, মেয়েকে পরিবারকে, প্রিয় শ্রোতাকে।
সবচেয়ে ঘৃনা করি : লোভী মানুষকে অযথাই যারা জীবনকে জটিল করে সবচেয়ে ঘৃনিত তারাই। মুখে মিষ্টি কাজে হিংস্র যারা।
সবচেয়ে বড় বন্ধু : বড় বন্ধু সে যে সবসময় কাছের হয়ে থাকে। নিজের কাছে নিজে বন্ধু হওয়াটাও জরুরী।
সবচেয়ে বড় শত্রু : বিপদে ফেলে যে সরে পড়ে।
আমার কাছে ভালবাসা : ভালবাসতে অনেক কিছু দরকার নেই। শুধু ভালবাসাকে সন্মান করলেই হয়।
আমার কাছে সৌন্দর্য : সুন্দর মনের অধিকারী যারা তারাই সুন্দর।
অলংকরন – গ্লামার ওয়ার্ল্ড…