কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
বিন্দু জলে ভালবাসা
মিনহাজ উল ইসলাম
ভালবাসার প্রতিটি ক্ষনে,
তুমি ছিলে হৃদয় এর কোনে।
স্বপ্নের মুক্ত হাওয়ায়,
তুমি ছিলে প্রতিটি চাওয়ায়।
ভালবেসে যাই,
কিছু না পাওয়ার আশায়,
তোমাকে হারানোর ছাঁয়ায়….
ভালবেসে যাই স্বপ্ন মাঝে,
চোঁখের কোনে, চোঁখের জলে।
ছিলে কথাও,
যেখানে যায়নি দেখা…
পাইনি আশা।
তবু ভালবাসা।
চোঁখের কোনে বিন্দু জল হয়ে ঝড়ে পর আজ।
ভালবাসার প্রতিটি ক্ষনে তুমি ছিলে চোঁখের কোনে,
বিন্দু জলে…
চোঁখের ভেতর যায়নি দেখা,
বিন্দু জলে ভালবাসা।
আজ তুমি তাঁরাদের মাঝে,
চোখের পাশে ঝরে নোনা জল।
তোমায় খুঁজে ফিরি।
তুমি আজ নেই,বহু দূরে।
স্বপ্নের সাথে হারালে বিন্দু নোনা জলে…