Intro : C Am Dm G C
C
ঐ দূর পাহাড়ের ধারে
Am
দিগন্তরেই কাছে
Dm
নিঃসঙ্গ বসে একটি মেয়ে
G C
গাইছে আপন সুরে
Am Dm G
আপন সুরে, আপন সুরে।।
Cm Am Dm G
C Am
আমি সেই সুরেরই তানে
Dm G
ছুটে চলেছি তার পানে
C Am
তার বেদনার সঙ্গী হতে
Dm G C
সেই সুর আমায় শুধু ডাকে
Am Dm G
শুধু ডাকে, শুধু ডাকে।।
(C B Bb A Dm G)
C Am Dm G
C Am
মনে হয় তার সেই সুরে
Dm G
কত বেদনা আছে লুকিয়ে
Dm G C
শত দুঃখের রজনী পেরিয়ে
Dm G C
সেই সুর যেন ভেসে আসে
Am Dm G
ভেসে আসে, ভেসে আসে।।